Ajker Patrika

সীতাকুণ্ডে ৩৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে ৩৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ কোটি টাকার অধিক মূল্যের ৩৭ হাজার ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকার মনোরঞ্জন ধরের স্ত্রী ভারতী ধর ও একই থানার রামু চা-বাগান এলাকার নিতাই ধরের স্ত্রী পটরানী ধর (৪০)। 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) টিবলু মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে রাতে মহাসড়কের বড় দারোগারহাট ওজন স্কেল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় ঢাকামুখী তিশা প্লাটিনাম যাত্রীবাহী বাসের গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের ভেতরে থাকা দুই নারী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 
 
পরবর্তীতে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে বায়ু নিরোধক প্যাকেটে লুকিয়ে রাখা ৩৭ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১১ টাকার অধিক। 

উপপরিদর্শক আরও বলেন, এ ঘটনায় আজ সকালে র‍্যাব বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করে। একই সঙ্গে ওই দুই নারী ও জব্দকৃত ইয়াবা থানায় হস্তান্তর করা হয়। পরে দুপুরে তাঁদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত