ছিনতাই ও অপহরণ বেড়েছে
চট্টগ্রামের কর্নেল হাট থেকে চা পাতা নিতে গত শুক্রবার দুপুরে বের হন ব্যবসায়ী মিরনাদ রহমান (২৮)। তিনি কদমরসুল এলাকা থেকে একটি ভাড়ায় চালিত প্রাইভেট কারে শহরে রওনা দেন। প্রাইভেট কারের চালক পরিকল্পনা অনুযায়ী মাদামবিবিরহাট, ভাটিয়ারী ও ফৌজদারহাট থেকে তিনজন ছিনতাইকারীকে গাড়িতে তোলেন। তাঁরা ব্যবসায়ী মিরনাদকে