Ajker Patrika

সীতাকুণ্ডে বাস উল্টে চালকের সহকারী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪: ০৫
সীতাকুণ্ডে বাস উল্টে চালকের সহকারী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস উল্টে চালকের সহকারী আমজাদ হোসেন (২৭) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ায়ী ভানুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আমজাদ বাড়বকুণ্ডের আলী চৌধুরীপাড়ার মো. ইউসুফের ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।

ওসি বলেন, গত বৃহস্পতিবার যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ভানুর বাজার এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালকের সহকারী আমজাদ হোসেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কাজী নাজমুল হক আরও বলেন, মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত