Ajker Patrika

শিশু নুসরাতকে বাঁচাতে বাবার আকুতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ০৬
শিশু নুসরাতকে বাঁচাতে বাবার  আকুতি

শৈশবের দুরন্তপনায় মেতে ওঠার কথা ছিল ৬ বছরের কন্যাশিশু নুসরাত জাহান নিপার। অন্য শিশুদের মতো হাসি–আনন্দে থাকার কথা ছিল তার। কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করে দিন কাটছে তার।

কারণ তার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যানসার। সপ্তাহে ৫ হাজার টাকারও বেশি খরচ হচ্ছে তার চিকিৎসায়। দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

নুসরাত জাহান নিপা চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকার মোহাম্মদ নাসির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে। তার বাবা নাসির উদ্দিন পেশায় রিকশাচালক।

নাসির উদ্দিন বলেন, ২০২০ সালের ২৬ জুনে হঠাৎ করে নিপার তীব্র জ্বর আসে। একপর্যায়ে তার কোমর থেকে নিচের অংশ অসাড় হয়ে হাঁটা চলা বন্ধ হয়ে যায়। মেয়েকে বাঁচাতে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলেও কোনো সুফল মেলেনি। মেয়েকে বাঁচাতে এনজিও থেকে ঋণ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছুটে যান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় নিপার দুরারোগ্য ব্যাধি ক্যানসার ধরা পড়ে।

নাছির আরও বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন নিপাকে সুস্থ করতে হলে ভারতে নিয়ে যেতে হবে। এতে ২০ লাখ বেশি টাকার খরচ হতে পারে। এ টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। নিপা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিছুদিন পরপরই তাকে রক্ত দিতে হচ্ছে।’ তিনি মেয়ের চিকিৎসার জন্য সবার সাহায্য কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...