মাঝিরঘাট ফেরিঘাটে শহীদ চেংগার ‘রং সাইডের কারবার’
দিনভর দৌড়াদৌড়ি করে বেলা শেষে ঘাটে এসে ঠেকে যায় মানুষ। পার পাওয়ার ঠেকা। শরীয়তপুরের মাঝিরঘাট ফেরিঘাটে তখন দেখা মেলে একজন শহীদ চেংগা এবং তাঁর সাঙ্গপাঙ্গদের। ঠেকে যাওয়া লোকজনকে নিয়ে তাঁরা রাতভর রং সাইডে খেলেন, রং সাইডে চলেন। তাঁদের সঙ্গে চললে ভালো, না চললে কপালে নির্যাতন নতুবা ভোগান্তি। কোনটা বেছে নেবেন