সড়কে পার্কিং, যানজটে নাকাল যাত্রী ও চালক
শরীয়তপুরের জাজিরার টিঅ্যান্ডটি মোড়ের প্রধান সড়ক দখল করে বসানো হয়েছে অটোরিকশা স্ট্যান্ড। নেই কোনো পার্কিং এলাকা। ফলে সড়কে সবসময় দাঁড়িয়ে থাকে অটোরিকশা। এতে যানবাহন চলাচলে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। শুধু তা-ই নয়, সড়কের অন্যপাশেও রয়েছে ইজিবাইক, সিএনজি স্ট্যান্ড। এতে যানজট এখন এই সড়কের নিত্যসঙ্গী।