Ajker Patrika

স্ত্রীর করা মামলায় কারাগারে ছাত্রদল নেতা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
স্ত্রীর করা মামলায় কারাগারে ছাত্রদল নেতা

স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতনসহ ৩টি মামলার ইমরান খান (৩০) নামের এক ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার সকালে উপজেলার কার্তিকপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কার্তিকপুর এলাকার মৃত শাহজাহান খানের ছেলে ইমরান খান (৩০)। তিনি ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। 

ভেদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া জানান, যৌতুক, নারী নির্যাতন, মানহানির বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত রয়েছেন তিনি। এরই ভিত্তিতে গতকাল আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার বেলা ১১টার দিকে তাঁকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২৯ নভেম্বর ইমরানের স্ত্রী বাদী হয়ে আদালতে যৌতুক মামলা করেন। পরদিন তিনি (স্ত্রী) নারী নির্যাতনের আরেকটি মামলা করেন। ৫ ডিসেম্বর আদালতের নির্দেশে যৌতুক মামলাটি ভেদরগঞ্জ থানায় নথিভুক্ত হয়। এ ছাড়া নির্যাতন মামলায় আদালত থেকে ইমরানের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে ওই নারীকে হুমকি দিয়ে যাচ্ছিলেন আসামি। 

ভেদরগঞ্জ থানার (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আদালতের নির্দেশে ইমরানের খানকে গ্রেপ্তারের পর আমরা তাঁকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠিয়েছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত