Ajker Patrika

খিলক্ষেতে আগুন, রেস্তোরাঁ পুড়ে ছাই

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৮: ০৮
খিলক্ষেতে আগুন, রেস্তোরাঁ পুড়ে ছাই

রাজধানীর খিলক্ষেতে আগুনে চাপখানা নামক একটি রেস্তোরাঁ পুড়ে গেছে। এ সময় সেখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে রেস্তোরাঁয় আগুন ধরে যায়।

খিলক্ষেতের পানির পাম্প এলাকার ওই রেস্তোরাঁয় আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কুর্মিটোলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ফায়ার সার্ভিসের দুটি ও নৌবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে রেস্তোরাঁয় আগুন লাগে। এতে সেখানে থাকা আসবাব ও মালপত্র পুড়ে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, রেস্তোরাঁর মালিকপক্ষ জানিয়েছে, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আশিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সময় সেখানে কেউ ছিল না। এ কারণে কেউ হতাহত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত