নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাংলাবাজারের খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। খালের মাঝে আরসিসি পিলার দিয়ে তৈরি করা হচ্ছে এসব দোকানঘর।
অভিযুক্ত ব্যক্তি বলছেন, তাঁর জমিতে সরকার খাল কেটেছিল। এখন তাঁর দরকার হচ্ছে। তাই খালের ওপর দোকান নির্মাণ করছেন।
অবশ্য স্থানীয় প্রশাসন বলছে, এ বিষয়ে তারা কিছুই জানে না। খাল দখল করে দোকান করার বিষয়টি খোঁজ নেবে। অভিযোগ সত্য হলে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।
পদ্মা নদীর শাখা ওই খাল শরীয়তপুরের নড়িয়া উপজেলা হয়ে ঘরিষার ইউনিয়নের বাংলাবাজার দিয়ে চলে গেছে। তবে খালের বিভিন্ন অংশ প্রভাবশালীরা দখল করায় পানির প্রবাহ বর্তমানে নেই। পদ্মা থেকে আর এখন পানি প্রবাহিত হয় না ওই খালে। ফলে জমিতে সেচ দিতে পারেন না কৃষক। পানি শুকিয়ে যাওয়ায় পচা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। খাল দখলের ধারবাহিকতায় উপজেলার বাংলাবাজার এলাকায় ছয়টি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এলাকাবাসী দিলু ব্যাপারীর বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার ঘরিষার ইউনিয়নের বাংলাবাজার এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার হালইসার গ্রামের নন্দনসার উচ্চবিদ্যালয়ের প্রধান গেটসংলগ্ন খাল ও রাস্তা দখল করে পাকা দোকানঘর নির্মাণ করেছেন দিলু ব্যাপারী। ইতিমধ্যে আরসিসি পিলার তুলে ঘর নির্মাণের কাজ চলছে।
কয়েকজন এলাকাবাসী বলেন, সরকারি সড়ক নির্মাণের জন্য ওই জায়গা এলজিইডি অধিগ্রহণ করে। খালের পাশে খাসজমি ও সড়ক দখল করে দিলু ব্যাপারী দোকান নির্মাণ করছেন। ভূমি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। দিলু ব্যাপারী প্রকাশ্যে বলছেন, কেউ তাঁর কিছু করতে পারবে না। এ বিষয়টি নিয়ে কেউ বাড়াবাড়ি করলে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। তাঁর ভয়ে এলাকার কেউ মুখ খুলছেন না। রাস্তার পশ্চিম পাশেও দিলু ব্যাপারী সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করেছেন। এতে করে সরকারি রাস্তাটি সরু হয়ে গেছে। রাস্তায় গাড়ি চলাচল করতে সমস্যা হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান বলেন, ‘আপনারা যা শুনেছেন তা সত্যি। বিদ্যালয়ের ও শিক্ষার্থীদের স্বার্থে এর একটি বিহিত করা প্রয়োজন। এর বেশি কিছু বলতে পারব না।’
ঘরিষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল রব খান বলেন, ‘বিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, ওই জমি বিদ্যালয়ের। আবার দিলু ব্যাপারী দাবি করেন, ওই জমি তাঁর। কিছু স্থাপনা অবশ্য খালের মধ্যে পড়েছে। কাগজ না দেখে আমি কিছুই বলতে পারব না।’
অভিযুক্ত দিলু ব্যাপারীর ভাই আনোয়ার ব্যাপারি বলেন, ‘যেই জায়গায় আমরা দোকান নির্মাণ করছি, সেই জায়গা আমাদের। আমাদের জায়গায় সরকার খাল কেটেছিল। এখন আমাদের দরকার হয়েছে, তাই আমরা আবার দখল করে নিয়েছি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান বলেন, ‘আমি অসুস্থ। ঢাকায় চিকিৎসাধীন। খাল দখল করে দোকান নির্মাণের বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম। আপনি ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারেন।’
এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা কাফি বিন কবির বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। আপনার কাছে প্রথম জানতে পারলাম। সরেজমিনে তদন্ত করার জন্য লোক পাঠানো হবে। যদি এ রকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্য অভিযান পরিচালনা করে তা গুঁড়িয়ে দেওয়া হবে।’
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাংলাবাজারের খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। খালের মাঝে আরসিসি পিলার দিয়ে তৈরি করা হচ্ছে এসব দোকানঘর।
অভিযুক্ত ব্যক্তি বলছেন, তাঁর জমিতে সরকার খাল কেটেছিল। এখন তাঁর দরকার হচ্ছে। তাই খালের ওপর দোকান নির্মাণ করছেন।
অবশ্য স্থানীয় প্রশাসন বলছে, এ বিষয়ে তারা কিছুই জানে না। খাল দখল করে দোকান করার বিষয়টি খোঁজ নেবে। অভিযোগ সত্য হলে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।
পদ্মা নদীর শাখা ওই খাল শরীয়তপুরের নড়িয়া উপজেলা হয়ে ঘরিষার ইউনিয়নের বাংলাবাজার দিয়ে চলে গেছে। তবে খালের বিভিন্ন অংশ প্রভাবশালীরা দখল করায় পানির প্রবাহ বর্তমানে নেই। পদ্মা থেকে আর এখন পানি প্রবাহিত হয় না ওই খালে। ফলে জমিতে সেচ দিতে পারেন না কৃষক। পানি শুকিয়ে যাওয়ায় পচা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। খাল দখলের ধারবাহিকতায় উপজেলার বাংলাবাজার এলাকায় ছয়টি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এলাকাবাসী দিলু ব্যাপারীর বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার ঘরিষার ইউনিয়নের বাংলাবাজার এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার হালইসার গ্রামের নন্দনসার উচ্চবিদ্যালয়ের প্রধান গেটসংলগ্ন খাল ও রাস্তা দখল করে পাকা দোকানঘর নির্মাণ করেছেন দিলু ব্যাপারী। ইতিমধ্যে আরসিসি পিলার তুলে ঘর নির্মাণের কাজ চলছে।
কয়েকজন এলাকাবাসী বলেন, সরকারি সড়ক নির্মাণের জন্য ওই জায়গা এলজিইডি অধিগ্রহণ করে। খালের পাশে খাসজমি ও সড়ক দখল করে দিলু ব্যাপারী দোকান নির্মাণ করছেন। ভূমি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। দিলু ব্যাপারী প্রকাশ্যে বলছেন, কেউ তাঁর কিছু করতে পারবে না। এ বিষয়টি নিয়ে কেউ বাড়াবাড়ি করলে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। তাঁর ভয়ে এলাকার কেউ মুখ খুলছেন না। রাস্তার পশ্চিম পাশেও দিলু ব্যাপারী সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করেছেন। এতে করে সরকারি রাস্তাটি সরু হয়ে গেছে। রাস্তায় গাড়ি চলাচল করতে সমস্যা হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান বলেন, ‘আপনারা যা শুনেছেন তা সত্যি। বিদ্যালয়ের ও শিক্ষার্থীদের স্বার্থে এর একটি বিহিত করা প্রয়োজন। এর বেশি কিছু বলতে পারব না।’
ঘরিষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল রব খান বলেন, ‘বিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, ওই জমি বিদ্যালয়ের। আবার দিলু ব্যাপারী দাবি করেন, ওই জমি তাঁর। কিছু স্থাপনা অবশ্য খালের মধ্যে পড়েছে। কাগজ না দেখে আমি কিছুই বলতে পারব না।’
অভিযুক্ত দিলু ব্যাপারীর ভাই আনোয়ার ব্যাপারি বলেন, ‘যেই জায়গায় আমরা দোকান নির্মাণ করছি, সেই জায়গা আমাদের। আমাদের জায়গায় সরকার খাল কেটেছিল। এখন আমাদের দরকার হয়েছে, তাই আমরা আবার দখল করে নিয়েছি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান বলেন, ‘আমি অসুস্থ। ঢাকায় চিকিৎসাধীন। খাল দখল করে দোকান নির্মাণের বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম। আপনি ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারেন।’
এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা কাফি বিন কবির বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। আপনার কাছে প্রথম জানতে পারলাম। সরেজমিনে তদন্ত করার জন্য লোক পাঠানো হবে। যদি এ রকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্য অভিযান পরিচালনা করে তা গুঁড়িয়ে দেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫