Ajker Patrika

মাঝিরঘাটের চাঁদাবাজ চক্রের মূল হোতা সেই শহীদ চেংগা গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১২: ০৭
মাঝিরঘাটের চাঁদাবাজ চক্রের মূল হোতা সেই শহীদ চেংগা গ্রেপ্তার

শরীয়তপুরের মাঝিরঘাট ফেরিঘাটে চাঁদাবাজির অভিযোগে শহীদ চেংগাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে পদ্মা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাজিরার মাঝিরঘাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওই রাতেই পদ্মা থানার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে ফেরিঘাটে চাঁদাবাজির অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে জাজিরা থানা মামলা দায়ের করেন। 

পদ্মা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাঝিরঘাট ফেরিঘাটে যানবাহনচালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। বিষয়টি নজরে এলে শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান তদন্ত করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশনার পর গতকাল বিকেলে মাঝিরঘাট এলাকায় অভিযানে যায় পদ্মা থানার পুলিশ। এ সময় ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা তোলা অবস্থায় চাঁদাবাজ চক্রের মূল হোতা শহীদ চেংগাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ট্রাকচালকদের কাছ থেকে আদায় করা চাঁদার ৭ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। 

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত শহীদ চেংগার স্বীকারোক্তি অনুযায়ী মাঝিরঘাট এলাকার জলিল ও মাহাবুবের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে এবং জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ এনে জাজিরা থানায় মামলা দায়ের করা হয়। মামলার অপর আসামিরা পলাতক রয়েছেন। তবে তাঁদের গ্রেপ্তার করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ আজকের পত্রিকাকে বলেন, পদ্মা থানার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন। চাঁদাবাজ চক্রের মূল হোতা শহীদ চেংগাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলার অপর আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে। 

উল্লেখ্য, এর আগে গত ২১ এপ্রিল মাঝিরঘাট ফেরিঘাটে শহীদ চেংগার ‘রংসাইডের কারবার’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত