গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
বাসি খাবার খেয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২০ মাদ্রাসা ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বড়কাঁচনা এলাকার আনন্দ বাজার ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বেশি অসুস্থ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলেন, মো. ইব্রাহিম (৮), মো. আব্দুর রহমান (১১), মো. আবু বক্কর (১০), মো. সিয়াম (৭), (১০), মাহফুজ (১০)।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও অসুস্থ ছাত্ররা জানায়, আনন্দ বাজার ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৭০ জন শিক্ষার্থী। গতকাল রোববার রাতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য মুরগির মাংস ও ডাল রান্না করা হয়। আজ সকালে হেফজ ও নুরানি বিভাগের শিশুরা গতকালের ওই রান্না করা খাবার খেলে ঘণ্টাখানেক পর একে একে ছাত্রের বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপেক্ষাকৃত বেশি অসুস্থদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ৷
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান বলেন, ‘গরমে বাসি ও পচা খাবার খাওয়ার ফলে ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা এখন বিপদমুক্ত।’
মাদ্রাসা ছাত্র মো. মাহাদী ইসলাম বলেন, ‘সকালের খাবার খেয়ে আমরা পরীক্ষা দেই। পরে বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। অভিভাবক ও শিক্ষকেরা আমাদেরকে হাসপাতাল নিয়ে আসে।’
অভিভাবক হানিফ চৌকিদার বলেন, ‘মাদ্রাসায় আমার ছেলে পড়ালেখা করে ৷ আমার ধারণা বাসি ও পচা খাবার খাওয়ায় আমার ছেলে অসুস্থ হয়েছে।’
মাদ্রাসার অধ্যক্ষ মুফতী সিরাজুল ইসলাম বলেন, ‘ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল, হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাই। এখন সবাই সুস্থ আছে। কি কারণে অসুস্থ হলো বলতে পারি না।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট থানার তদন্ত ওসি আবুবকর বলেন, ‘হাসপাতালে ছাত্রদের খোঁজ খবর নিয়েছি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বাসি খাবার খেয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২০ মাদ্রাসা ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বড়কাঁচনা এলাকার আনন্দ বাজার ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বেশি অসুস্থ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলেন, মো. ইব্রাহিম (৮), মো. আব্দুর রহমান (১১), মো. আবু বক্কর (১০), মো. সিয়াম (৭), (১০), মাহফুজ (১০)।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও অসুস্থ ছাত্ররা জানায়, আনন্দ বাজার ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৭০ জন শিক্ষার্থী। গতকাল রোববার রাতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য মুরগির মাংস ও ডাল রান্না করা হয়। আজ সকালে হেফজ ও নুরানি বিভাগের শিশুরা গতকালের ওই রান্না করা খাবার খেলে ঘণ্টাখানেক পর একে একে ছাত্রের বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপেক্ষাকৃত বেশি অসুস্থদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ৷
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান বলেন, ‘গরমে বাসি ও পচা খাবার খাওয়ার ফলে ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা এখন বিপদমুক্ত।’
মাদ্রাসা ছাত্র মো. মাহাদী ইসলাম বলেন, ‘সকালের খাবার খেয়ে আমরা পরীক্ষা দেই। পরে বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। অভিভাবক ও শিক্ষকেরা আমাদেরকে হাসপাতাল নিয়ে আসে।’
অভিভাবক হানিফ চৌকিদার বলেন, ‘মাদ্রাসায় আমার ছেলে পড়ালেখা করে ৷ আমার ধারণা বাসি ও পচা খাবার খাওয়ায় আমার ছেলে অসুস্থ হয়েছে।’
মাদ্রাসার অধ্যক্ষ মুফতী সিরাজুল ইসলাম বলেন, ‘ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল, হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাই। এখন সবাই সুস্থ আছে। কি কারণে অসুস্থ হলো বলতে পারি না।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট থানার তদন্ত ওসি আবুবকর বলেন, ‘হাসপাতালে ছাত্রদের খোঁজ খবর নিয়েছি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই স্কুলের আয়ার কাজ করতেন।
৯ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মান্নান উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে এবং ঘাঘর (বর্তমানে পৌরসভা) ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
২৮ মিনিট আগেজুলাইয়ের আন্দোলনে অংশ না নিলেও মিথ্যা তথ্য দিয়ে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বশির সরদার (৪০) নামের এক ব্যক্তির নাম। কিন্তু পরিবারে সরকারী অনুদানের টাকা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে প্রকাশ্যে এলো মূল তথ্য। পরে তার নাম শহীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীতে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জারিফ ফারহান (১৩) নামে ওই শিক্ষার্থী ৭ম শ্রেণির ইংলিশ ভার্সনে পড়ত। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ।
২ ঘণ্টা আগে