এ সড়ক কুয়াকাটা পর্যটন এলাকার জন্যও গুরুত্বপূর্ণ। এই রাস্তায় পর্যটকেরা রাখাইন তাঁতপল্লি, রাখাইন জাদুঘর ও গঙ্গামতি সৈকতে সূর্যোদয় দেখতে যান। ফলে পর্যটনশিল্পেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মজিদিয়া আলিয়া মাদ্রাসা থেকে ২৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাঁরা নিয়মিতভাবে লিখিত ও প্র্যাকটিক্যাল—উভয় পরীক্ষায় অংশ নিলেও বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পর দেখা যায়, সবাই ফেল করেছে।
গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ শৃঙ্খলাভঙ্গ, সহপাঠীকে মারধরসহ নানা অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। আজ মঙ্গলবার সকালে মাদ্রাসার অফিশিয়াল ফেসবুক পেজে অধ্যক্ষ মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে বলা হয়েছে এবং করাতকলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে আদালতকে জানানো হবে।’