বার্সেলোনা ছাড়ার তিন বছর পরও মেসির জার্সির এত ‘দাম’
লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু যে ক্লাবটিতে প্রায় দুই দশক কাটিয়েছেন মেসি, তাঁর অজস্র স্মৃতি যেখানে জড়িয়ে আছে, সেই ক্লাব কী করে তাঁকে ভুলে থাকতে পারে! এখনো তাই মেসির বার্সার জার্সি বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে।