ক্রীড়া ডেস্ক
ক্লাব প্রীতি ম্যাচের প্রথম দুইটিতে ইন্টার মায়ামির জিততে ঘাম ছুটে গিয়েছিল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামি ম্যাচ দুটি জিতেছিল পেনাল্টি শুটআউটে। এবার তাঁরা প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেসেখেলে।
মেক্সিকো, পেরু, পানামা—ক্লাব প্রীতি ম্যাচে ইন্টার মায়ামি এবার তিনটি ভিন্ন দলের বিপক্ষে খেলেছে। বাংলাদেশ সময় আজ সকালে এস্তাদিও রোমেল ফার্নান্দেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ ছিল পানামার এএফ স্পোর্তিং সান মিগুয়েলিতো। পানামার ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলেন মেসি-সুয়ারেজরা।
ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সান মিগুয়েলিতো। ২৪ মিনিটে দলটির স্ট্রাইকার আদান হেনড্রিকস আয়ারজা করেছেন গোলটি। ইন্টার মায়ামি সমতাসূচক গোল করেছে প্রথমার্ধের শেষে এসে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দাপটের সঙ্গে খেলেছে ইন্টার মায়ামি। ৪৮ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মায়ামির মিডফিল্ডার তাদিও আলেন্দে। ১৬ মিনিট পর মায়ামি পায় তৃতীয় গোল। ৬৪ মিনিটে দাভিদ রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফাফা পিকাল্ট। গোল করার ৬ মিনিট আগেই আলেন্দের বদলি হিসেবে নেমেছিলেন পিকাল্ট।
৭১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সান মিগুয়েলিতো। দলটির ডিফেন্ডার আয়মার অ্যালদেয়ার কুন্দুমি রিভেরা দেখেছেন লাল কার্ড। তাঁর লাল কার্ড মূলত জোড়া হলুদ কার্ডের ফল। ৭০ ও ৭১ মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন রিভেরা। শেষ পর্যন্ত মায়ামি ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে মেক্সিকান ক্লাবটিকে হারিয়েছিল ইন্টার মায়ামি। এরপর ৩০ জানুয়ারি এস্তাদিও মনুমেন্তাল ইউ স্টেডিয়ামে মায়ামি খেলেছে পেরুর ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেসের বিপক্ষে। মূল ম্যাচ গোলশূন্য ড্র হয়। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জিতেছিল মায়ামি।
ক্লাব প্রীতি ম্যাচের প্রথম দুইটিতে ইন্টার মায়ামির জিততে ঘাম ছুটে গিয়েছিল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামি ম্যাচ দুটি জিতেছিল পেনাল্টি শুটআউটে। এবার তাঁরা প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেসেখেলে।
মেক্সিকো, পেরু, পানামা—ক্লাব প্রীতি ম্যাচে ইন্টার মায়ামি এবার তিনটি ভিন্ন দলের বিপক্ষে খেলেছে। বাংলাদেশ সময় আজ সকালে এস্তাদিও রোমেল ফার্নান্দেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ ছিল পানামার এএফ স্পোর্তিং সান মিগুয়েলিতো। পানামার ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলেন মেসি-সুয়ারেজরা।
ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সান মিগুয়েলিতো। ২৪ মিনিটে দলটির স্ট্রাইকার আদান হেনড্রিকস আয়ারজা করেছেন গোলটি। ইন্টার মায়ামি সমতাসূচক গোল করেছে প্রথমার্ধের শেষে এসে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দাপটের সঙ্গে খেলেছে ইন্টার মায়ামি। ৪৮ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মায়ামির মিডফিল্ডার তাদিও আলেন্দে। ১৬ মিনিট পর মায়ামি পায় তৃতীয় গোল। ৬৪ মিনিটে দাভিদ রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফাফা পিকাল্ট। গোল করার ৬ মিনিট আগেই আলেন্দের বদলি হিসেবে নেমেছিলেন পিকাল্ট।
৭১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সান মিগুয়েলিতো। দলটির ডিফেন্ডার আয়মার অ্যালদেয়ার কুন্দুমি রিভেরা দেখেছেন লাল কার্ড। তাঁর লাল কার্ড মূলত জোড়া হলুদ কার্ডের ফল। ৭০ ও ৭১ মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন রিভেরা। শেষ পর্যন্ত মায়ামি ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে মেক্সিকান ক্লাবটিকে হারিয়েছিল ইন্টার মায়ামি। এরপর ৩০ জানুয়ারি এস্তাদিও মনুমেন্তাল ইউ স্টেডিয়ামে মায়ামি খেলেছে পেরুর ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেসের বিপক্ষে। মূল ম্যাচ গোলশূন্য ড্র হয়। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জিতেছিল মায়ামি।
লা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
২৫ মিনিট আগেযেখানে শুরুর কথা বলার আগেই শেষ—মিরপুরে আজ এলিমিনেটরে খুলনা টাইগার্স-রংপুর রাইডার্স ম্যাচের প্রথম ইনিংস দেখে এমনটা মনে হওয়াই স্বাভাবিক। প্রথম ইনিংসে কোনো দল ১০০-এর আগে অলআউট হলে আর কী বাকি থাকে! খুলনা টাইগার্সও ম্যাচটা জিতেছে হেসেখেলে। ফাইনালে উঠতে হলে তাদের পেরোতে হবে আরও এক ধাপ...
৩৭ মিনিট আগেজেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিড—বাংলাদেশে এসেছেন আজই। তাঁরা আসা মাত্রই রংপুর রাইডার্স নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁদের তিন জনের ছবি জুড়ে দিয়ে একটি ফটোকার্ড বানিয়েছে। আসার কয়েক ঘণ্টা পরই তাঁদের মাঠে নামতে হয়েছে। কারণ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেলা ১টা ৩০ মিনিটে রংপুর রাইডার্স...
২ ঘণ্টা আগেটেস্ট ক্যারিয়ার সমৃদ্ধ না হলে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে জায়গা পাবেন না—এই মানদণ্ডের কারণে মাইকেল বেভান স্বীকৃতিটা পাননি। কারণ, ১০ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২৩২ ওয়ানডে ও ১৮ টেস্ট। তবে নিয়ম বদলে যাওয়ায় বেভানকে নেওয়া হয়েছে ‘হল অব ফেমে’।
৪ ঘণ্টা আগে