ক্লাব প্রীতি ম্যাচের প্রথম দুইটিতে ইন্টার মায়ামির জিততে ঘাম ছুটে গিয়েছিল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামি ম্যাচ দুটি জিতেছিল পেনাল্টি শুটআউটে। এবার তাঁরা প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেসেখেলে।
মেক্সিকো, পেরু, পানামা—ক্লাব প্রীতি ম্যাচে ইন্টার মায়ামি এবার তিনটি ভিন্ন দলের বিপক্ষে খেলেছে। বাংলাদেশ সময় আজ সকালে এস্তাদিও রোমেল ফার্নান্দেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ ছিল পানামার এএফ স্পোর্তিং সান মিগুয়েলিতো। পানামার ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলেন মেসি-সুয়ারেজরা।
ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সান মিগুয়েলিতো। ২৪ মিনিটে দলটির স্ট্রাইকার আদান হেনড্রিকস আয়ারজা করেছেন গোলটি। ইন্টার মায়ামি সমতাসূচক গোল করেছে প্রথমার্ধের শেষে এসে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দাপটের সঙ্গে খেলেছে ইন্টার মায়ামি। ৪৮ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মায়ামির মিডফিল্ডার তাদিও আলেন্দে। ১৬ মিনিট পর মায়ামি পায় তৃতীয় গোল। ৬৪ মিনিটে দাভিদ রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফাফা পিকাল্ট। গোল করার ৬ মিনিট আগেই আলেন্দের বদলি হিসেবে নেমেছিলেন পিকাল্ট।
৭১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সান মিগুয়েলিতো। দলটির ডিফেন্ডার আয়মার অ্যালদেয়ার কুন্দুমি রিভেরা দেখেছেন লাল কার্ড। তাঁর লাল কার্ড মূলত জোড়া হলুদ কার্ডের ফল। ৭০ ও ৭১ মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন রিভেরা। শেষ পর্যন্ত মায়ামি ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে মেক্সিকান ক্লাবটিকে হারিয়েছিল ইন্টার মায়ামি। এরপর ৩০ জানুয়ারি এস্তাদিও মনুমেন্তাল ইউ স্টেডিয়ামে মায়ামি খেলেছে পেরুর ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেসের বিপক্ষে। মূল ম্যাচ গোলশূন্য ড্র হয়। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জিতেছিল মায়ামি।
ক্লাব প্রীতি ম্যাচের প্রথম দুইটিতে ইন্টার মায়ামির জিততে ঘাম ছুটে গিয়েছিল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামি ম্যাচ দুটি জিতেছিল পেনাল্টি শুটআউটে। এবার তাঁরা প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেসেখেলে।
মেক্সিকো, পেরু, পানামা—ক্লাব প্রীতি ম্যাচে ইন্টার মায়ামি এবার তিনটি ভিন্ন দলের বিপক্ষে খেলেছে। বাংলাদেশ সময় আজ সকালে এস্তাদিও রোমেল ফার্নান্দেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ ছিল পানামার এএফ স্পোর্তিং সান মিগুয়েলিতো। পানামার ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলেন মেসি-সুয়ারেজরা।
ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সান মিগুয়েলিতো। ২৪ মিনিটে দলটির স্ট্রাইকার আদান হেনড্রিকস আয়ারজা করেছেন গোলটি। ইন্টার মায়ামি সমতাসূচক গোল করেছে প্রথমার্ধের শেষে এসে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দাপটের সঙ্গে খেলেছে ইন্টার মায়ামি। ৪৮ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মায়ামির মিডফিল্ডার তাদিও আলেন্দে। ১৬ মিনিট পর মায়ামি পায় তৃতীয় গোল। ৬৪ মিনিটে দাভিদ রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফাফা পিকাল্ট। গোল করার ৬ মিনিট আগেই আলেন্দের বদলি হিসেবে নেমেছিলেন পিকাল্ট।
৭১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সান মিগুয়েলিতো। দলটির ডিফেন্ডার আয়মার অ্যালদেয়ার কুন্দুমি রিভেরা দেখেছেন লাল কার্ড। তাঁর লাল কার্ড মূলত জোড়া হলুদ কার্ডের ফল। ৭০ ও ৭১ মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন রিভেরা। শেষ পর্যন্ত মায়ামি ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে মেক্সিকান ক্লাবটিকে হারিয়েছিল ইন্টার মায়ামি। এরপর ৩০ জানুয়ারি এস্তাদিও মনুমেন্তাল ইউ স্টেডিয়ামে মায়ামি খেলেছে পেরুর ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেসের বিপক্ষে। মূল ম্যাচ গোলশূন্য ড্র হয়। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জিতেছিল মায়ামি।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৯ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২২ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে