ক্লাব প্রীতি ম্যাচের প্রথম দুইটিতে ইন্টার মায়ামির জিততে ঘাম ছুটে গিয়েছিল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামি ম্যাচ দুটি জিতেছিল পেনাল্টি শুটআউটে। এবার তাঁরা প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেসেখেলে।
মেক্সিকো, পেরু, পানামা—ক্লাব প্রীতি ম্যাচে ইন্টার মায়ামি এবার তিনটি ভিন্ন দলের বিপক্ষে খেলেছে। বাংলাদেশ সময় আজ সকালে এস্তাদিও রোমেল ফার্নান্দেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ ছিল পানামার এএফ স্পোর্তিং সান মিগুয়েলিতো। পানামার ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলেন মেসি-সুয়ারেজরা।
ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সান মিগুয়েলিতো। ২৪ মিনিটে দলটির স্ট্রাইকার আদান হেনড্রিকস আয়ারজা করেছেন গোলটি। ইন্টার মায়ামি সমতাসূচক গোল করেছে প্রথমার্ধের শেষে এসে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দাপটের সঙ্গে খেলেছে ইন্টার মায়ামি। ৪৮ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মায়ামির মিডফিল্ডার তাদিও আলেন্দে। ১৬ মিনিট পর মায়ামি পায় তৃতীয় গোল। ৬৪ মিনিটে দাভিদ রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফাফা পিকাল্ট। গোল করার ৬ মিনিট আগেই আলেন্দের বদলি হিসেবে নেমেছিলেন পিকাল্ট।
৭১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সান মিগুয়েলিতো। দলটির ডিফেন্ডার আয়মার অ্যালদেয়ার কুন্দুমি রিভেরা দেখেছেন লাল কার্ড। তাঁর লাল কার্ড মূলত জোড়া হলুদ কার্ডের ফল। ৭০ ও ৭১ মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন রিভেরা। শেষ পর্যন্ত মায়ামি ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে মেক্সিকান ক্লাবটিকে হারিয়েছিল ইন্টার মায়ামি। এরপর ৩০ জানুয়ারি এস্তাদিও মনুমেন্তাল ইউ স্টেডিয়ামে মায়ামি খেলেছে পেরুর ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেসের বিপক্ষে। মূল ম্যাচ গোলশূন্য ড্র হয়। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জিতেছিল মায়ামি।
ক্লাব প্রীতি ম্যাচের প্রথম দুইটিতে ইন্টার মায়ামির জিততে ঘাম ছুটে গিয়েছিল। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মায়ামি ম্যাচ দুটি জিতেছিল পেনাল্টি শুটআউটে। এবার তাঁরা প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হেসেখেলে।
মেক্সিকো, পেরু, পানামা—ক্লাব প্রীতি ম্যাচে ইন্টার মায়ামি এবার তিনটি ভিন্ন দলের বিপক্ষে খেলেছে। বাংলাদেশ সময় আজ সকালে এস্তাদিও রোমেল ফার্নান্দেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ ছিল পানামার এএফ স্পোর্তিং সান মিগুয়েলিতো। পানামার ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলেন মেসি-সুয়ারেজরা।
ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সান মিগুয়েলিতো। ২৪ মিনিটে দলটির স্ট্রাইকার আদান হেনড্রিকস আয়ারজা করেছেন গোলটি। ইন্টার মায়ামি সমতাসূচক গোল করেছে প্রথমার্ধের শেষে এসে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন বেঞ্জামিন ক্রেমাশ্চি।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দাপটের সঙ্গে খেলেছে ইন্টার মায়ামি। ৪৮ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মায়ামির মিডফিল্ডার তাদিও আলেন্দে। ১৬ মিনিট পর মায়ামি পায় তৃতীয় গোল। ৬৪ মিনিটে দাভিদ রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফাফা পিকাল্ট। গোল করার ৬ মিনিট আগেই আলেন্দের বদলি হিসেবে নেমেছিলেন পিকাল্ট।
৭১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সান মিগুয়েলিতো। দলটির ডিফেন্ডার আয়মার অ্যালদেয়ার কুন্দুমি রিভেরা দেখেছেন লাল কার্ড। তাঁর লাল কার্ড মূলত জোড়া হলুদ কার্ডের ফল। ৭০ ও ৭১ মিনিটে দুটি হলুদ কার্ড দেখেন রিভেরা। শেষ পর্যন্ত মায়ামি ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে মেক্সিকান ক্লাবটিকে হারিয়েছিল ইন্টার মায়ামি। এরপর ৩০ জানুয়ারি এস্তাদিও মনুমেন্তাল ইউ স্টেডিয়ামে মায়ামি খেলেছে পেরুর ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেসের বিপক্ষে। মূল ম্যাচ গোলশূন্য ড্র হয়। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জিতেছিল মায়ামি।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে