ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে হন্ডুরাসের উত্তরাঞ্চল। ভূমিকম্পের পর অলিম্পিয়াকো মেট্রোপলিটানোয় আলো ছড়ালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রাক মৌসুম সফরে চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। দারুণ একটি গোল করেছেন মেসি, সহায়তা করেছেন দুই গোলে। মসের ঝলকে হন্ডুরান ক্লাব দেপোর্তিভো অলিম্পিয়াকে এমএলএস ক্লাবটি ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
কিক-অফের দুই ঘণ্টারও কম সময় আগে হন্ডুরাসের উত্তরে এবং কেম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। খেলা শুরু হয়েছিল ভূমিকম্পের পরই।
গোল উৎসবের শুরুটাও মেসির কল্যাণে। ২৭ মিনিটে দারুণ এক গোলে মায়ামিকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী তারকা। প্রাক মৌসুমে যা আর্জেন্টাইন তারকার দ্বিতীয় গোল। বিরতির আগে মুহূর্তে তিন মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্টও করেছেন মেসি। নিজেদের মাঠে এখানেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় অলিম্পিয়াকে।
৪৪ মিনিটে মেসির সহায়তায় গোল করেন ফেদেরিকো রেদোনদো। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করিয়েছেন নোয়া অ্যালেন। মেসির গোলে সহায়তা করা লুইস সুয়ারেজও জালের দেখা পান ৫৪ মিনিটে। স্কোর ৪-০ হলে ৬২ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে গেছেন মেসি। ৭৯ মিনিটে পঞ্চম গোলটি করেন রায়ান সেইলর।
নতুন কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোর অধীনে প্রাক মৌসুমের চারটি ম্যাচেই জিতেছে মায়ামি। ঘরের মাঠে মেজর লিগ সকারে তাদের উদ্বোধনী ম্যাচ ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। মাসচেরানোর অধীনে এবার মৌসুম শুরু করবেন একসময়ের সতীর্থ মেসি-সুয়ারেজরা।
ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে হন্ডুরাসের উত্তরাঞ্চল। ভূমিকম্পের পর অলিম্পিয়াকো মেট্রোপলিটানোয় আলো ছড়ালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রাক মৌসুম সফরে চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। দারুণ একটি গোল করেছেন মেসি, সহায়তা করেছেন দুই গোলে। মসের ঝলকে হন্ডুরান ক্লাব দেপোর্তিভো অলিম্পিয়াকে এমএলএস ক্লাবটি ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
কিক-অফের দুই ঘণ্টারও কম সময় আগে হন্ডুরাসের উত্তরে এবং কেম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। খেলা শুরু হয়েছিল ভূমিকম্পের পরই।
গোল উৎসবের শুরুটাও মেসির কল্যাণে। ২৭ মিনিটে দারুণ এক গোলে মায়ামিকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী তারকা। প্রাক মৌসুমে যা আর্জেন্টাইন তারকার দ্বিতীয় গোল। বিরতির আগে মুহূর্তে তিন মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্টও করেছেন মেসি। নিজেদের মাঠে এখানেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় অলিম্পিয়াকে।
৪৪ মিনিটে মেসির সহায়তায় গোল করেন ফেদেরিকো রেদোনদো। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করিয়েছেন নোয়া অ্যালেন। মেসির গোলে সহায়তা করা লুইস সুয়ারেজও জালের দেখা পান ৫৪ মিনিটে। স্কোর ৪-০ হলে ৬২ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে গেছেন মেসি। ৭৯ মিনিটে পঞ্চম গোলটি করেন রায়ান সেইলর।
নতুন কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোর অধীনে প্রাক মৌসুমের চারটি ম্যাচেই জিতেছে মায়ামি। ঘরের মাঠে মেজর লিগ সকারে তাদের উদ্বোধনী ম্যাচ ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। মাসচেরানোর অধীনে এবার মৌসুম শুরু করবেন একসময়ের সতীর্থ মেসি-সুয়ারেজরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
২২ মিনিট আগেনাহিদ রানার বোলিং ও গতি নিয়ে সাবেক কিংবদন্তিরাও প্রশংসা করেছেন। বিভিন্ন সময় তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু জিম্বাবুয়ে দলকে এখনো মোকাবিলা করতে হয়নি নাহিদ রানা বোলিং। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার...
১ ঘণ্টা আগেসিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
২ ঘণ্টা আগেনাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
৩ ঘণ্টা আগে