ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে হন্ডুরাসের উত্তরাঞ্চল। ভূমিকম্পের পর অলিম্পিয়াকো মেট্রোপলিটানোয় আলো ছড়ালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রাক মৌসুম সফরে চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। দারুণ একটি গোল করেছেন মেসি, সহায়তা করেছেন দুই গোলে। মসের ঝলকে হন্ডুরান ক্লাব দেপোর্তিভো অলিম্পিয়াকে এমএলএস ক্লাবটি ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
কিক-অফের দুই ঘণ্টারও কম সময় আগে হন্ডুরাসের উত্তরে এবং কেম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। খেলা শুরু হয়েছিল ভূমিকম্পের পরই।
গোল উৎসবের শুরুটাও মেসির কল্যাণে। ২৭ মিনিটে দারুণ এক গোলে মায়ামিকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী তারকা। প্রাক মৌসুমে যা আর্জেন্টাইন তারকার দ্বিতীয় গোল। বিরতির আগে মুহূর্তে তিন মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্টও করেছেন মেসি। নিজেদের মাঠে এখানেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় অলিম্পিয়াকে।
৪৪ মিনিটে মেসির সহায়তায় গোল করেন ফেদেরিকো রেদোনদো। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করিয়েছেন নোয়া অ্যালেন। মেসির গোলে সহায়তা করা লুইস সুয়ারেজও জালের দেখা পান ৫৪ মিনিটে। স্কোর ৪-০ হলে ৬২ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে গেছেন মেসি। ৭৯ মিনিটে পঞ্চম গোলটি করেন রায়ান সেইলর।
নতুন কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোর অধীনে প্রাক মৌসুমের চারটি ম্যাচেই জিতেছে মায়ামি। ঘরের মাঠে মেজর লিগ সকারে তাদের উদ্বোধনী ম্যাচ ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। মাসচেরানোর অধীনে এবার মৌসুম শুরু করবেন একসময়ের সতীর্থ মেসি-সুয়ারেজরা।
ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে হন্ডুরাসের উত্তরাঞ্চল। ভূমিকম্পের পর অলিম্পিয়াকো মেট্রোপলিটানোয় আলো ছড়ালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রাক মৌসুম সফরে চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। দারুণ একটি গোল করেছেন মেসি, সহায়তা করেছেন দুই গোলে। মসের ঝলকে হন্ডুরান ক্লাব দেপোর্তিভো অলিম্পিয়াকে এমএলএস ক্লাবটি ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
কিক-অফের দুই ঘণ্টারও কম সময় আগে হন্ডুরাসের উত্তরে এবং কেম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। খেলা শুরু হয়েছিল ভূমিকম্পের পরই।
গোল উৎসবের শুরুটাও মেসির কল্যাণে। ২৭ মিনিটে দারুণ এক গোলে মায়ামিকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী তারকা। প্রাক মৌসুমে যা আর্জেন্টাইন তারকার দ্বিতীয় গোল। বিরতির আগে মুহূর্তে তিন মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্টও করেছেন মেসি। নিজেদের মাঠে এখানেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় অলিম্পিয়াকে।
৪৪ মিনিটে মেসির সহায়তায় গোল করেন ফেদেরিকো রেদোনদো। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করিয়েছেন নোয়া অ্যালেন। মেসির গোলে সহায়তা করা লুইস সুয়ারেজও জালের দেখা পান ৫৪ মিনিটে। স্কোর ৪-০ হলে ৬২ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে গেছেন মেসি। ৭৯ মিনিটে পঞ্চম গোলটি করেন রায়ান সেইলর।
নতুন কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোর অধীনে প্রাক মৌসুমের চারটি ম্যাচেই জিতেছে মায়ামি। ঘরের মাঠে মেজর লিগ সকারে তাদের উদ্বোধনী ম্যাচ ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। মাসচেরানোর অধীনে এবার মৌসুম শুরু করবেন একসময়ের সতীর্থ মেসি-সুয়ারেজরা।
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৪ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৬ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৬ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে