মেসি থাকলে ব্রাজিল দেখত আবারও ৭-১
গত এক দশকে ব্রাজিলের জালে ৪ গোল দিতে পারেনি আর্জেন্টিনা। সবশেষ ২০১২ সালের জুনে ফিফা প্রীতি ম্যাচে মেসির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়েছিল তারা। এবার তো ব্যবধানটাও আরও সমৃদ্ধ, ৪-১ ব্যবধানের জয়। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, লো সেলসোদের ছাড়াই আর্জেন্টিনা এক হালি দিয়েছে। তাঁরা থা