ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসিকে নিয়েই ২ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনা ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল। কিন্তু চোটের থাবায় ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে তাঁর খেলা হচ্ছে না। খেলতে না পারলেও দলকে সমর্থন দিয়ে যাবেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।
চোটে পড়ায় ইন্টার মায়ামির হয়ে তিন ম্যাচ বিশ্রামে ছিলেন মেসি। পেশির সমস্যার কারণে তাঁকে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুই ম্যাচের দল থেকে গত রাতে বাদ দিয়েছিলেন লিওনেল স্কালোনি। বাছাইপর্বের দুই ম্যাচ খেলতে না পারার আক্ষেপ করছেন মেসি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে গতকাল মধ্যরাতে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘জাতীয় দলের জার্সিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি বিশেষ ম্যাচ খেলতে না পারা আসলেই দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে চোট খেলা থেকে আবার বিরতি নিতে বাধ্য করেছে। দল থেকে ছিটকে দিয়েছে। এখান থেকেই দলকে উৎসাহ দেব এবং আরেকজন ভক্তের মতোই দলকে সমর্থন দেব।’
ইন্টার মায়ামির হয়ে মেসি সবশেষ খেলেছেন গতকাল সকালে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচে মায়ামি জিতেছে ২-১ গোলে। আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন ১ গোল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আটলান্টা ইউনাইটেড-ইন্টার মায়ামি ম্যাচে বাঁ ঊরুতে চোট পান মেসি। আর রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, চোট পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সুস্থ হতে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকবেন তিনি।
আর্জেন্টিনা গত রাতে ২৬ সদস্যের যে চূড়ান্ত দল ঘোষণা করেছে, সেখানে মেসির পাশাপাশি পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল, জিওভানি লো সেলসোর মতো তারকারা নেই। তরুণ ফরোয়ার্ড ক্লদিও এচেভেরিও নেই চূড়ান্ত দলে। ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচটি হবে মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে ২৬ মার্চ। সেদিন বাংলাদেশ সময় সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
লিওনেল মেসিকে নিয়েই ২ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনা ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল। কিন্তু চোটের থাবায় ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে তাঁর খেলা হচ্ছে না। খেলতে না পারলেও দলকে সমর্থন দিয়ে যাবেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।
চোটে পড়ায় ইন্টার মায়ামির হয়ে তিন ম্যাচ বিশ্রামে ছিলেন মেসি। পেশির সমস্যার কারণে তাঁকে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুই ম্যাচের দল থেকে গত রাতে বাদ দিয়েছিলেন লিওনেল স্কালোনি। বাছাইপর্বের দুই ম্যাচ খেলতে না পারার আক্ষেপ করছেন মেসি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে গতকাল মধ্যরাতে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘জাতীয় দলের জার্সিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি বিশেষ ম্যাচ খেলতে না পারা আসলেই দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে চোট খেলা থেকে আবার বিরতি নিতে বাধ্য করেছে। দল থেকে ছিটকে দিয়েছে। এখান থেকেই দলকে উৎসাহ দেব এবং আরেকজন ভক্তের মতোই দলকে সমর্থন দেব।’
ইন্টার মায়ামির হয়ে মেসি সবশেষ খেলেছেন গতকাল সকালে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচে মায়ামি জিতেছে ২-১ গোলে। আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন ১ গোল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আটলান্টা ইউনাইটেড-ইন্টার মায়ামি ম্যাচে বাঁ ঊরুতে চোট পান মেসি। আর রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, চোট পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সুস্থ হতে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকবেন তিনি।
আর্জেন্টিনা গত রাতে ২৬ সদস্যের যে চূড়ান্ত দল ঘোষণা করেছে, সেখানে মেসির পাশাপাশি পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল, জিওভানি লো সেলসোর মতো তারকারা নেই। তরুণ ফরোয়ার্ড ক্লদিও এচেভেরিও নেই চূড়ান্ত দলে। ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচটি হবে মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে ২৬ মার্চ। সেদিন বাংলাদেশ সময় সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে