ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির খ্যাতি তো বিশ্বজোড়া। একের পর এক শিরোপা জয়, রেকর্ড গড়েই চলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। এবার তাঁর সঙ্গে যোগ হয়েছেন আরেক মেসি। ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরিও আছেন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আর্জেন্টিনা দলে।
বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সামনে রেখে গত রাতে ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে চোটে পড়ায় ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ ফুটবলার। আক্রমণভাগে আছেন ইতালির কোমো ১৯০৭ ক্লাবের নিকোলাস পাজ, ম্যানচেস্টার সিটির এচেভেরি, বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রোর মতো তরুণরা আছেন এই দলে। এচেভেরি কদিন আগে শেষ হওয়া দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৬ গোল করেছিলেন।
ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা বাছাইপর্বের দলে আছেন তিন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। এমি মার্তিনেজ মেজর টুর্নামেন্টে কয়েকবার সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। বাজপাখির মতো প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি। রক্ষণভাগে আছেন নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরোর মতো তারকারা।
আর্জেন্টিনার মাঝমাঠটাও বেশ শক্তিশালী। লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পলদের সঙ্গে আছেন দিয়েগো সিমিওনের ছেলে হুলিয়ানো সিমিওনে। দিয়েগো আতলেতিকো মাদ্রিদের কোচ হিসেবে কাজ করছেন। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে আক্রমণভাগে পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজের মতো তারকারাও থাকছেন।
🇦🇷 The pre-list for the next two games against Uruguay and Brazil for the 𝟮𝟬𝟮𝟲 𝙒𝙤𝙧𝙡𝙙 𝘾𝙪𝙥 𝙌𝙪𝙖𝙡𝙞𝙛𝙞𝙚𝙧𝙨! 📝 pic.twitter.com/BFPDhI62oz
— Selección Argentina in English (@AFASeleccionEN) March 2, 2025
মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-উরুগুয়ে। ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরপর ২৬ মার্চ এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। ১২ ম্যাচে ৮ জয়, ১ ড্র ও ৩ পরাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আর্জেন্টিনা। দুই ও পাঁচে থাকা উরুগুয়ে ও ব্রাজিলের পয়েন্ট ২০ ও ১৮। তারা প্রত্যেকেই ১২টি করে ম্যাচ খেলেছে।
ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ৩৩ সদস্যের দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হার্মান পেজ্জেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা
আক্রমণভাগ: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া
লিওনেল মেসির খ্যাতি তো বিশ্বজোড়া। একের পর এক শিরোপা জয়, রেকর্ড গড়েই চলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। এবার তাঁর সঙ্গে যোগ হয়েছেন আরেক মেসি। ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরিও আছেন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আর্জেন্টিনা দলে।
বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে সামনে রেখে গত রাতে ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে চোটে পড়ায় ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ ফুটবলার। আক্রমণভাগে আছেন ইতালির কোমো ১৯০৭ ক্লাবের নিকোলাস পাজ, ম্যানচেস্টার সিটির এচেভেরি, বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রোর মতো তরুণরা আছেন এই দলে। এচেভেরি কদিন আগে শেষ হওয়া দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৬ গোল করেছিলেন।
ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা বাছাইপর্বের দলে আছেন তিন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। এমি মার্তিনেজ মেজর টুর্নামেন্টে কয়েকবার সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন। বাজপাখির মতো প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি। রক্ষণভাগে আছেন নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরোর মতো তারকারা।
আর্জেন্টিনার মাঝমাঠটাও বেশ শক্তিশালী। লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পলদের সঙ্গে আছেন দিয়েগো সিমিওনের ছেলে হুলিয়ানো সিমিওনে। দিয়েগো আতলেতিকো মাদ্রিদের কোচ হিসেবে কাজ করছেন। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে আক্রমণভাগে পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজের মতো তারকারাও থাকছেন।
🇦🇷 The pre-list for the next two games against Uruguay and Brazil for the 𝟮𝟬𝟮𝟲 𝙒𝙤𝙧𝙡𝙙 𝘾𝙪𝙥 𝙌𝙪𝙖𝙡𝙞𝙛𝙞𝙚𝙧𝙨! 📝 pic.twitter.com/BFPDhI62oz
— Selección Argentina in English (@AFASeleccionEN) March 2, 2025
মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-উরুগুয়ে। ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরপর ২৬ মার্চ এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। ১২ ম্যাচে ৮ জয়, ১ ড্র ও ৩ পরাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আর্জেন্টিনা। দুই ও পাঁচে থাকা উরুগুয়ে ও ব্রাজিলের পয়েন্ট ২০ ও ১৮। তারা প্রত্যেকেই ১২টি করে ম্যাচ খেলেছে।
ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ৩৩ সদস্যের দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হার্মান পেজ্জেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা
আক্রমণভাগ: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
২ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কাল দুবাইয়ে দেখা হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। পরশু লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে গ্রুপপর্বের দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরও কয়েকটি ম্যাচে...
৩ ঘণ্টা আগে