Ajker Patrika

১১ গোল করেইনি মেসির ছেলে, বলছে ব্রাজিলের সংবাদমাধ্যম

ক্রীড়া ডেস্ক    
লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসির ১১ গোলের কথা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। ছবি: সংগৃহীত
লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসির ১১ গোলের কথা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি বলে কথা। তাঁর ছেলের কীর্তির তথ্য দ্রুত ছড়িয়ে পড়াটাই তো স্বাভাবিক। মেসির ছেলে থিয়াগো মেসির এক রেকর্ডের ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ব্রাজিলের এক সংবাদমাধ্যম জানিয়েছে, এমন কোনো ঘটনা আদতে ঘটেইনি।

এমএলএস অনূর্ধ্ব–১৩ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি করেছে ১১ গোল। সেই ম্যাচে আটলান্টাকে ১২–০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এটুকু তথ্যের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করার পরই মেসির ছেলের ১১ গোলের কীর্তি ভাইরাল। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো গতকালই এটা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ‘তারকা ফুটবলার লিওনেল মেসির ছেলে এই বুধবার ক্রীড়া জগতের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর্জেন্টাইন তারকার উত্তরসূরী থিয়াগো মেসি ইন্টার মায়ামিকে ১২-০ গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জিততে সাহায্য করেছে। এমএলএস কাপের অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্টে করেছে ১১ গোল। অবশেষে ও গ্লোবো ইন্টার মায়ামির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে যে এমন পারফরম্যান্স হয়নি।’

ও গ্লোবোর দাবি মেসির ছেলে থিয়াগো মেসিকে নিয়ে নিছক মজা করা হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমটি বলেছে, ‘ম্যাচের স্কোরবোর্ডের একটি ছবি কদিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ম্যাচটি নিয়ে খবর প্রকাশ করলে সেটা সবার নজর কেড়েছে। কিন্তু আটলান্টা এবং ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচ কখনোই হয়নি। শুধুই ইন্টারনেটে মজা করা হয়েছে।’

মেসির ছেলে থিয়াগো প্রায়ই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে আসে। ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলছে থিয়াগো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত