ক্রীড়া ডেস্ক
পেনাল্টি শুটআউটে ইন্টার মায়ামির জয় এখন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুটি প্রীতি ম্যাচেই টাইব্রেকারে জিতেছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। পেরুর এক ক্লাবের বিপক্ষেও আজ মেসিদের জয় এসেছে এভাবেই।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেস এবং ইন্টার মায়ামি। প্রীতি ম্যাচের পেনাল্টি শুটআউটেও লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে মায়ামি। জয়সূচক গোলটা করেছেন ইয়ানিক ব্রাইট।
মূল ম্যাচে ইউনিভার্সিটারিও-ইন্টার মায়ামি লড়াই হয়েছে সমানে সমানে। ৫৯ শতাংশ বল দখলে রেখে মায়ামি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ২ শট। ইউনিভার্সিটারিও বল দখলে রাখে ৪১ শতাংশ। তবে মায়ামির লক্ষ্য বরাবর তারা নেয় ৫ শট।
৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৫ মিনিট পর্যন্ত খেলা হলেও কোনো দল লক্ষ্যভেদ করতে পারেনি। মেসি, সুয়ারেজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কখনো ফিনিশিংয়ের দুর্বলতা, কখনোবা ইউনিভার্সিটারিও ডিফেন্ডারদের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। পেরুর ক্লাবটির গোলরক্ষক সেবাস্তিয়ান ব্রিতোসও ছিলেন দুর্দান্ত।
মূল ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে হুলিয়ান গ্রেসেল, সান্তিয়াগো মোরালেস, দাভিড রুইজ, বেঞ্জামিন ক্রেমাশ্চি, ব্রাইট—মায়ামির পাঁচ ফুটবলারই গোল করেছেন। ইউনিভার্সিটারিওর জাইরো ভেলেজ গোল করতে পারেননি। এটাতেই মূলত পিছিয়ে গেছে ক্লাবটি।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে ইন্টার মায়ামি জিতেছিল।
পেনাল্টি শুটআউটে ইন্টার মায়ামির জয় এখন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুটি প্রীতি ম্যাচেই টাইব্রেকারে জিতেছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। পেরুর এক ক্লাবের বিপক্ষেও আজ মেসিদের জয় এসেছে এভাবেই।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ক্লাব ইউনিভার্সিটারিও দি দেপোর্তেস এবং ইন্টার মায়ামি। প্রীতি ম্যাচের পেনাল্টি শুটআউটেও লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে মায়ামি। জয়সূচক গোলটা করেছেন ইয়ানিক ব্রাইট।
মূল ম্যাচে ইউনিভার্সিটারিও-ইন্টার মায়ামি লড়াই হয়েছে সমানে সমানে। ৫৯ শতাংশ বল দখলে রেখে মায়ামি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ২ শট। ইউনিভার্সিটারিও বল দখলে রাখে ৪১ শতাংশ। তবে মায়ামির লক্ষ্য বরাবর তারা নেয় ৫ শট।
৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৫ মিনিট পর্যন্ত খেলা হলেও কোনো দল লক্ষ্যভেদ করতে পারেনি। মেসি, সুয়ারেজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কখনো ফিনিশিংয়ের দুর্বলতা, কখনোবা ইউনিভার্সিটারিও ডিফেন্ডারদের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। পেরুর ক্লাবটির গোলরক্ষক সেবাস্তিয়ান ব্রিতোসও ছিলেন দুর্দান্ত।
মূল ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে হুলিয়ান গ্রেসেল, সান্তিয়াগো মোরালেস, দাভিড রুইজ, বেঞ্জামিন ক্রেমাশ্চি, ব্রাইট—মায়ামির পাঁচ ফুটবলারই গোল করেছেন। ইউনিভার্সিটারিওর জাইরো ভেলেজ গোল করতে পারেননি। এটাতেই মূলত পিছিয়ে গেছে ক্লাবটি।
এর আগে গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকা-ইন্টার মায়ামি মূল ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। শেষ পর্যন্ত সেই ক্লাব প্রীতি ম্যাচে ৩-২ গোলে পেনাল্টি শুটআউটে ইন্টার মায়ামি জিতেছিল।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে