ক্রীড়া ডেস্ক
সর্বকালের সেরা ফুটবলার কে? এনিয়ে তর্কের শেষ নেই যেন। কদিন আগেও নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে দাবি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই মন্তব্য নিয়ে লিওনেল মেসি ভক্তরা কম বিদ্রুপ করেননি।
রোনালদোকে বেশ ভালোমতোই চেনেন আনহেল দি মারিয়া। রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেছেন চার বছর (২০১০-২০১৪)। আবার মেসি তাঁর জাতীয় দলের সতীর্থ। দুজনের ক্যারিয়ারের শুরুটাও প্রায় একই সময়ে। সব বিবেচনায় সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় মেসিকেই সবার ওপরে রাখছেন দি মারিয়া। রোনালদোর স্বঘোষিত স্বীকৃতি সম্পর্কেও অবগত তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবেকে দেওয়া সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘(রোনালদোর মন্তব্য নিয়ে) আমি অবাক নই। তার সঙ্গে আমি চার বছর ছিলাম। সে সবসময়ই এমন ছিল, সবসময়ই এমন কথা বলত, সবসময়ই চেষ্টা করেছে সেরা হওয়ার। কিন্তু সে ভুল প্রজন্মে জন্ম নিয়েছে। কেননা সেই প্রজন্মেই আরেকজন জাদুর লাঠির ছোঁয়া নিয়ে জন্ম নিয়েছে।’
দি মারিয়া আরও বলেন, ‘বাস্তবতা আসলে পরিসংখ্যানেই ফুটে ওঠে। একজনের (মেসি) আটটি ব্যালন ডি’অর আছে, তো আরেকজনের (রোনালদো) পাঁচটি। খুব বড় পার্থক্য রয়েছে এখানে। বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতাও বড় পার্থক্য তৈরি করে দিয়েছে। এছাড়া আরও অনেক পার্থক্য রয়েছে। রোনালদো সবসময়ই এমন মন্তব্য করে। কিন্তু আমার কাছে মেসি নিঃসন্দেহে বিশ্বের এবং ইতিহাসের সেরা ফুটবলার।’
গত বছর কোপা আমেরিকা জেতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন দি মারিয়া৷ তবে ছাড়েননি ক্লাব ফুটবল। বর্তমান রোনালদোর দেশের (পর্তুগাল) ক্লাব বেনফিকার হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। সাক্ষাৎকারও দিয়েছেন বেনফিকার ক্যাম্পে বসেই। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে ১৪ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন ৩৬ বছর বয়সী এই উইঙ্গার।
সর্বকালের সেরা ফুটবলার কে? এনিয়ে তর্কের শেষ নেই যেন। কদিন আগেও নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে দাবি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই মন্তব্য নিয়ে লিওনেল মেসি ভক্তরা কম বিদ্রুপ করেননি।
রোনালদোকে বেশ ভালোমতোই চেনেন আনহেল দি মারিয়া। রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেছেন চার বছর (২০১০-২০১৪)। আবার মেসি তাঁর জাতীয় দলের সতীর্থ। দুজনের ক্যারিয়ারের শুরুটাও প্রায় একই সময়ে। সব বিবেচনায় সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় মেসিকেই সবার ওপরে রাখছেন দি মারিয়া। রোনালদোর স্বঘোষিত স্বীকৃতি সম্পর্কেও অবগত তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবেকে দেওয়া সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘(রোনালদোর মন্তব্য নিয়ে) আমি অবাক নই। তার সঙ্গে আমি চার বছর ছিলাম। সে সবসময়ই এমন ছিল, সবসময়ই এমন কথা বলত, সবসময়ই চেষ্টা করেছে সেরা হওয়ার। কিন্তু সে ভুল প্রজন্মে জন্ম নিয়েছে। কেননা সেই প্রজন্মেই আরেকজন জাদুর লাঠির ছোঁয়া নিয়ে জন্ম নিয়েছে।’
দি মারিয়া আরও বলেন, ‘বাস্তবতা আসলে পরিসংখ্যানেই ফুটে ওঠে। একজনের (মেসি) আটটি ব্যালন ডি’অর আছে, তো আরেকজনের (রোনালদো) পাঁচটি। খুব বড় পার্থক্য রয়েছে এখানে। বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতাও বড় পার্থক্য তৈরি করে দিয়েছে। এছাড়া আরও অনেক পার্থক্য রয়েছে। রোনালদো সবসময়ই এমন মন্তব্য করে। কিন্তু আমার কাছে মেসি নিঃসন্দেহে বিশ্বের এবং ইতিহাসের সেরা ফুটবলার।’
গত বছর কোপা আমেরিকা জেতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন দি মারিয়া৷ তবে ছাড়েননি ক্লাব ফুটবল। বর্তমান রোনালদোর দেশের (পর্তুগাল) ক্লাব বেনফিকার হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। সাক্ষাৎকারও দিয়েছেন বেনফিকার ক্যাম্পে বসেই। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে ১৪ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন ৩৬ বছর বয়সী এই উইঙ্গার।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১০ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১০ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১২ ঘণ্টা আগে