ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি বলেই হয়তো এমনটা সম্ভব।মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে খেলা তো দূরে থাক, টিকে থাকাই কঠিন। মেসি এমন আবহাওয়ার মধ্যে খেলেছেন এবং দলকে জিতিয়েছেন।
বাংলাদেশ সময় গতকাল সকাল ৬টায় হয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসির প্রথম রাউন্ডের প্রথম লেগের ম্যাচ। কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে তখন তাপমাত্রা ছিল মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস। এমন ঠান্ডার হাত থেকে বাঁচতে মেসি পরেন লম্বা স্লিভসের জার্সি, থার্মাল লেগিংস ও লোমের তৈরি গলাবন্ধনী। এমনকি পৃষ্ঠপোষক কোম্পানি অ্যাডিডাসের লোগোওয়ালা গ্লাভসও পরেন তিনি। তবু এই তীব্র ঠান্ডায় টিকে থাকা কি এতই সহজ! ম্যাচ চলার সময় মাঝেমধ্যে মেসির মুখের অভিব্যক্তিতেই বোঝা গিয়েছিল যে কী পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন তিনি। ম্যাচের শেষে সাইড বেঞ্চে গিয়ে গ্লাভসের ভেতর কিছু নিতে দেখা গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।
কানসাসের তীব্র তুষারপাতের আশঙ্কা থেকেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল এক দিন। তাতে কী লাভ হয়েছে! খেলতে তো হলো তীব্র ঠান্ডার মধ্যে। মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচটিতে ইন্টার মায়ামিকে ১-০ গোলে হারিয়েছে স্পোর্টিং কেসি। ম্যাচের ৫৬ মিনিটে একমাত্র গোলটি করেন মেসি। তাঁকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস। মেসি, বুসকেতস দুজনেই শুরুর একাদশে থেকে শেষ অব্দি খেলেছেন।
Messi is putting in the hot hands in his gloves. pic.twitter.com/TgOYhfjM4m
— MLS Moves (@MLSMoves) February 20, 2025
মেসির অবশ্য স্পোর্টিং কেসির বিপক্ষে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পরে সবকিছু তুড়ি মেরে উড়িয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসিকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো। এমন ঠান্ডার মধ্যে শিষ্যদের খেলা দেগে মুগ্ধ মাশচেরানো। ইন্টার মায়ামির পরের ম্যাচ মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক সিটির বিপক্ষে। মায়ামি-নিউইয়র্ক সিটি ম্যাচটি পরশু বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে।
লিওনেল মেসি বলেই হয়তো এমনটা সম্ভব।মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে খেলা তো দূরে থাক, টিকে থাকাই কঠিন। মেসি এমন আবহাওয়ার মধ্যে খেলেছেন এবং দলকে জিতিয়েছেন।
বাংলাদেশ সময় গতকাল সকাল ৬টায় হয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসির প্রথম রাউন্ডের প্রথম লেগের ম্যাচ। কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে তখন তাপমাত্রা ছিল মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস। এমন ঠান্ডার হাত থেকে বাঁচতে মেসি পরেন লম্বা স্লিভসের জার্সি, থার্মাল লেগিংস ও লোমের তৈরি গলাবন্ধনী। এমনকি পৃষ্ঠপোষক কোম্পানি অ্যাডিডাসের লোগোওয়ালা গ্লাভসও পরেন তিনি। তবু এই তীব্র ঠান্ডায় টিকে থাকা কি এতই সহজ! ম্যাচ চলার সময় মাঝেমধ্যে মেসির মুখের অভিব্যক্তিতেই বোঝা গিয়েছিল যে কী পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন তিনি। ম্যাচের শেষে সাইড বেঞ্চে গিয়ে গ্লাভসের ভেতর কিছু নিতে দেখা গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।
কানসাসের তীব্র তুষারপাতের আশঙ্কা থেকেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল এক দিন। তাতে কী লাভ হয়েছে! খেলতে তো হলো তীব্র ঠান্ডার মধ্যে। মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচটিতে ইন্টার মায়ামিকে ১-০ গোলে হারিয়েছে স্পোর্টিং কেসি। ম্যাচের ৫৬ মিনিটে একমাত্র গোলটি করেন মেসি। তাঁকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস। মেসি, বুসকেতস দুজনেই শুরুর একাদশে থেকে শেষ অব্দি খেলেছেন।
Messi is putting in the hot hands in his gloves. pic.twitter.com/TgOYhfjM4m
— MLS Moves (@MLSMoves) February 20, 2025
মেসির অবশ্য স্পোর্টিং কেসির বিপক্ষে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পরে সবকিছু তুড়ি মেরে উড়িয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসিকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো। এমন ঠান্ডার মধ্যে শিষ্যদের খেলা দেগে মুগ্ধ মাশচেরানো। ইন্টার মায়ামির পরের ম্যাচ মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক সিটির বিপক্ষে। মায়ামি-নিউইয়র্ক সিটি ম্যাচটি পরশু বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে