সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েক ঘণ্টা পরই মাঠে নামত ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম পর্বের প্রথম লেগে স্পোর্টিং কেসির মুখোমুখি হওয়ার কথা ছিল লিওনেল মেসির মায়ামির। তবে সেটা যে আর হচ্ছে না। বাজে আবহাওয়ায় পিছিয়ে গেল ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসি ম্যাচ।
কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে আজ মধ্যরাতে শুরু হওয়ার কথা ছিল ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসি ম্যাচ। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, শীতকালীন তুষারপাত হতে পারে শহরজুড়ে। চার থেকে সাত ইঞ্চির তুষারপাত বলে আবহাওয়ার কয়েকটি প্রতিবেদনে জানা গেছে। কনকাকাফ জানিয়েছে, মার্সি পার্কে পরশু বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসি ম্যাচ। এক বিবৃতিতে কনকাকাফ বলেছে, ‘ফুটবলার ও ভক্ত-সমর্থকদের নিরাপত্তার কথা ভেবে ম্যাচের সূচি বদলানো হয়েছে। অংশ নেওয়া দুই ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ইন্টার মায়ামির প্রধান কোচ হ্যাভিয়ের মাসচেরানো মনে করেন, বেশির ভাগ সময় ম্যাচের কথা ভাবা হলেও আবহাওয়ার কথা চিন্তা করা হয় কম। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘এটা শুধু একটা ম্যাচেরই ব্যাপার নয়। যদি পূর্বাভাস অনুযায়ী তুষারপাত হয়, আমাদের মনে হচ্ছে তাতে পুরো শহরই ধসে যেতে পারে। ভক্ত-সমর্থকেরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না। বেশির ভাগ সময় আপনারা শুরু ম্যাচের কথা চিন্তা করেন। তবে পারিপার্শ্বিক অবস্থার কথা ভাবেন না।’
Messi Stans are like the Swifties for Taylor Swift — their star can do no wrong.#InterMiamiCF is the team that did not want this game played on Tuesday. My sources told me that #Messi𓃵 was part of that stance — and I NEVER reported he wouldn’t play.
— Franco Panizo (@FrancoPanizo) February 17, 2025
I stand by my reporting. https://t.co/T0Xq1Z9HKk
ফ্রাঙ্কো পানিজো নামের এক সাংবাদিক গতকাল নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে দাবি করেছিলেন এমন ঠান্ডায় মেসি খেলতে চাননি। সূত্রের বরাত দিয়েই সেটা জানিয়েছিলেন পানিজো। তবে কোচ মাসচেরানোর কথা সম্পূর্ণ বিপরীত। মেসিকে নিয়ে ইন্টার মায়ামির কোচ বলেন,‘মেসির খেলার সম্ভাবনা ১০০ শতাংশ। আমি নিশ্চয়তা দিচ্ছি লিও খেলবে।’
পানিজো এরপর নিজেই তাঁর কথার সুর বদলেছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সে (মেসি) খেলবে কি খেলবে না, সেটা এখনো নিশ্চিত নয়। সে খেলবে না, আমি এমন প্রতিবেদন কখনোই প্রকাশ করেনি।’ ক্যাপশনের নিচে মেসিকে নিয়ে বলা আগের কথার ভিডিও জুড়ে দিয়েছেন।
সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েক ঘণ্টা পরই মাঠে নামত ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম পর্বের প্রথম লেগে স্পোর্টিং কেসির মুখোমুখি হওয়ার কথা ছিল লিওনেল মেসির মায়ামির। তবে সেটা যে আর হচ্ছে না। বাজে আবহাওয়ায় পিছিয়ে গেল ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসি ম্যাচ।
কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে আজ মধ্যরাতে শুরু হওয়ার কথা ছিল ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসি ম্যাচ। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, শীতকালীন তুষারপাত হতে পারে শহরজুড়ে। চার থেকে সাত ইঞ্চির তুষারপাত বলে আবহাওয়ার কয়েকটি প্রতিবেদনে জানা গেছে। কনকাকাফ জানিয়েছে, মার্সি পার্কে পরশু বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসি ম্যাচ। এক বিবৃতিতে কনকাকাফ বলেছে, ‘ফুটবলার ও ভক্ত-সমর্থকদের নিরাপত্তার কথা ভেবে ম্যাচের সূচি বদলানো হয়েছে। অংশ নেওয়া দুই ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ইন্টার মায়ামির প্রধান কোচ হ্যাভিয়ের মাসচেরানো মনে করেন, বেশির ভাগ সময় ম্যাচের কথা ভাবা হলেও আবহাওয়ার কথা চিন্তা করা হয় কম। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘এটা শুধু একটা ম্যাচেরই ব্যাপার নয়। যদি পূর্বাভাস অনুযায়ী তুষারপাত হয়, আমাদের মনে হচ্ছে তাতে পুরো শহরই ধসে যেতে পারে। ভক্ত-সমর্থকেরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না। বেশির ভাগ সময় আপনারা শুরু ম্যাচের কথা চিন্তা করেন। তবে পারিপার্শ্বিক অবস্থার কথা ভাবেন না।’
Messi Stans are like the Swifties for Taylor Swift — their star can do no wrong.#InterMiamiCF is the team that did not want this game played on Tuesday. My sources told me that #Messi𓃵 was part of that stance — and I NEVER reported he wouldn’t play.
— Franco Panizo (@FrancoPanizo) February 17, 2025
I stand by my reporting. https://t.co/T0Xq1Z9HKk
ফ্রাঙ্কো পানিজো নামের এক সাংবাদিক গতকাল নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে দাবি করেছিলেন এমন ঠান্ডায় মেসি খেলতে চাননি। সূত্রের বরাত দিয়েই সেটা জানিয়েছিলেন পানিজো। তবে কোচ মাসচেরানোর কথা সম্পূর্ণ বিপরীত। মেসিকে নিয়ে ইন্টার মায়ামির কোচ বলেন,‘মেসির খেলার সম্ভাবনা ১০০ শতাংশ। আমি নিশ্চয়তা দিচ্ছি লিও খেলবে।’
পানিজো এরপর নিজেই তাঁর কথার সুর বদলেছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সে (মেসি) খেলবে কি খেলবে না, সেটা এখনো নিশ্চিত নয়। সে খেলবে না, আমি এমন প্রতিবেদন কখনোই প্রকাশ করেনি।’ ক্যাপশনের নিচে মেসিকে নিয়ে বলা আগের কথার ভিডিও জুড়ে দিয়েছেন।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে