টেনিস তারকাদের আকাশচুম্বী দামের ঘড়ি
টেনিস তারকারা পৃষ্ঠপোষকদের কাছে সোনার হরিণের মতো। বিশেষ করে ঘড়ি কোম্পানিগুলোর চাহিদার কেন্দ্রে সব সময়ই প্রাধান্য পেয়ে থাকেন ফেদেরার-সেরেনারা। রোলেক্স, ওদমার পিগে, ট্যাগ হইয়ারের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো নিজেদের ঘড়ি পরাতে তারকাদের বড় অঙ্কের অর্থও দিয়ে থাকে। অনেকে সেই সব ঘড়ি কোর্টেও পরে থাকেন। কেউ