Ajker Patrika

আবুধাবিতে করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত নাদাল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২১: ০৫
Thumbnail image

করোনা আক্রান্ত হয়েছেন রাফায়েল নাদাল। টুইটারে নিজেই খবরটি নিশ্চিত করেছেন এই স্প্যানিশ টেনিস তারকা। ফলে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের অংশ নেওয়া প্রশ্নের মুখে পড়ে গেল। 

বাঁ পায়ের চোট থেকে চার মাস পরে কোর্টে ফিরেছেন নাদাল। গত সপ্তাহে আবুধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টেনিসে খেলেছেন। সেখান থেকে স্পেনে ফেরার পর পিসিআর পরীক্ষার ফল থেকে করোনা পজিটিভ হওয়ার খবর জানতে পারেন নাদাল। 

টুইটারে দেওয়া বিবৃতিতে নাদাল লিখেছেন, ‘আমি ঘোষণা করতে চেয়েছিলাম, আবুধাবি টুর্নামেন্ট খেলে দেশে ফেরার সময়, স্পেনে পিসিআর টেস্টে আমার করোনা পজিটিভ এসেছে। আমি কিছু অপ্রীতিকর মুহূর্তের সম্মুখীন হচ্ছি। কিন্তু আশা করছি আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠব। আমি এখন বাড়িতে আছি এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে রিপোর্ট নিয়ে তাদের অবহিত করেছি।’ 

সামনে কোন টুর্নামেন্টে খেলা না খেলার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন জানিয়ে নাদাল বলেছেন, ‘এ অবস্থায় বিভিন্ন টুর্নামেন্টের ক্যালেন্ডার নিজেকে উন্মুখ রাখছি। অবস্থার উন্নতির ওপর আমি আমার সুযোগ গুলো বিশ্লেষণ করে দেখব। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত