বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকে এবার নাম প্রত্যাহার করে নিলেন ডমিনিক থিয়েম। কবজির চোটে মৌসুমের বাকি সময় আর কোর্টে ফিরতে পারবেন না থিয়েম। বাছাইয়ের ৬ নম্বরে থাকা এই অস্ট্রিয়ান টেনিস তারকা নিজেই টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হাঁটুর অপারেশনের পর ইউএস ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছিলেন রজার ফেদেরার। রাফায়েল নাদালও আগেই জানিয়েছেন চোটের কারণে ইউএস ওপেনে তিনি এবার অংশ নিচ্ছেন না। গত জুনে ম্যালোরকা ওপেনে চোট পাওয়ার পর শঙ্কা ছিল থিয়েমকে নিয়েও। শেষ পর্যন্ত সেই চোটেই সরে যেতে বাধ্য হলেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা।
গত ছয় মাস ধরেই ডাক্তারের পরামর্শ মেনে কবজিতে স্প্লিন্ট পরে খেলে আসছিলেন থিয়েম। এর মধ্যে গত সপ্তাহে অনুশীলনে চোট পেয়েছিলেন। শেষ মুহূর্তে তাই ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। থিয়েম এক টুইট বার্তায় লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমাকে ইউএস ওপেন থেকে সরে আসতে হচ্ছে। মৌসুমের বাকি সময়ও হাতছাড়া করব। নিউইয়র্কে শিরোপা জিততে না পেরে আমি সত্যিই হতাশ। আর জুন মাসে ম্যালোরকা ওপেনে কবজিতে আঘাত পেয়েছিলাম, যা এখনো সেরে ওঠেনি।’
সিদ্ধান্তটা কঠিন ছিল থিয়েমের জন্য। তবে কঠিন হলেও ক্যারিয়ার আরও লম্বা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, `এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি জানি এটা আমাকে করতেই হতো। সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে, তাই ঝুঁকি না নেওয়া ও তাড়াহুড়া না করা গুরুত্বপূর্ণ।
বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকে এবার নাম প্রত্যাহার করে নিলেন ডমিনিক থিয়েম। কবজির চোটে মৌসুমের বাকি সময় আর কোর্টে ফিরতে পারবেন না থিয়েম। বাছাইয়ের ৬ নম্বরে থাকা এই অস্ট্রিয়ান টেনিস তারকা নিজেই টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হাঁটুর অপারেশনের পর ইউএস ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছিলেন রজার ফেদেরার। রাফায়েল নাদালও আগেই জানিয়েছেন চোটের কারণে ইউএস ওপেনে তিনি এবার অংশ নিচ্ছেন না। গত জুনে ম্যালোরকা ওপেনে চোট পাওয়ার পর শঙ্কা ছিল থিয়েমকে নিয়েও। শেষ পর্যন্ত সেই চোটেই সরে যেতে বাধ্য হলেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা।
গত ছয় মাস ধরেই ডাক্তারের পরামর্শ মেনে কবজিতে স্প্লিন্ট পরে খেলে আসছিলেন থিয়েম। এর মধ্যে গত সপ্তাহে অনুশীলনে চোট পেয়েছিলেন। শেষ মুহূর্তে তাই ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। থিয়েম এক টুইট বার্তায় লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমাকে ইউএস ওপেন থেকে সরে আসতে হচ্ছে। মৌসুমের বাকি সময়ও হাতছাড়া করব। নিউইয়র্কে শিরোপা জিততে না পেরে আমি সত্যিই হতাশ। আর জুন মাসে ম্যালোরকা ওপেনে কবজিতে আঘাত পেয়েছিলাম, যা এখনো সেরে ওঠেনি।’
সিদ্ধান্তটা কঠিন ছিল থিয়েমের জন্য। তবে কঠিন হলেও ক্যারিয়ার আরও লম্বা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, `এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি জানি এটা আমাকে করতেই হতো। সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে, তাই ঝুঁকি না নেওয়া ও তাড়াহুড়া না করা গুরুত্বপূর্ণ।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১২ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১২ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে