নাদাল ও ওসাকার লারিয়াস পুরস্কার জয়
সময়টা এখন রাফায়েল নাদালের। কদিন আগে বার্সেলোনা ওপেনের ১২তম শিরোপা ঘরে তুলেছেন এই টেনিস সুপারস্টার। গত বছর সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লাম জেতায় ভাগ বসিয়েছিলেন কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে। এবার নাদাল জিতলেন লারিয়াসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার। দ্বিতীয়বারের মতো পুরস্কারটি হাতে নিলেন তিনি। অন্