Ajker Patrika

নাদাল ও ওসাকার লারিয়াস পুরস্কার জয়

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: সময়টা এখন রাফায়েল নাদালের। কদিন আগে বার্সেলোনা ওপেনের ১২তম শিরোপা ঘরে তুলেছেন এই টেনিস সুপারস্টার। গত বছর সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লাম জেতায় ভাগ বসিয়েছিলেন কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে। এবার নাদাল জিতলেন লারিয়াসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার। দ্বিতীয়বারের মতো পুরস্কারটি হাতে নিলেন তিনি। অন্যদিকে প্রথমবারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। বর্তমানে নাদাল ও ওসাকা দুজনই টেনিস র‍্যাংকিংয়ে দুই নম্বরে অবস্থান করছেন।

গতকাল পুরস্কার জয়ী দুই তারকা সিক্ত হয়েছেন ভক্তদের শুভেচ্ছা বার্তায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অন্য তারকারাও। নাদালকে উদ্দেশ্য করে ফুটবল সুপারস্টার লিওনেল মেসি লিখেন, `তুমি সবার জন্য উদহারণ। আমি তোমার গুণমুগ্ধ একজন।''

অন্যদিকে টেনিস কোর্টের বাইরেও ওসাকা বেশ আলোচিত ব্যক্তিত্ব। বর্ণবাদের বিরুদ্ধেও সোচ্চার কণ্ঠ হিসেবেও ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন।

এ দুজনের বাইরে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে গতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন মিউনিখ। বর্ষসেরা অনুপ্রেরণাদায়ী ক্রীড়া তারকা নির্বাচিত হয়েছেন মোহামেদ সালাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত