Ajker Patrika

নাদালের এক ডজন

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: এ এক মধুর প্রতিশোধ! ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে স্তেফানোস সিতসিপাসের কাছে হেরেছিলেন রাফায়েল নাদাল। পরশু একই প্রতিপক্ষকে হারিয়ে বার্সেলোনা ওপেনের শিরোপা শোকেসে তুলেছেন স্প্যানিশ টেনিস তারকা। এ নিয়ে ১২বার শিরোপাটা জিতেছেন নাদাল।

পরশু বার্সেলোনা ওপেনের ফাইনালের প্রথম সেটের একটা পর্যায়ে ৪-২ গেমে পিছিয়েছিলেন নাদাল। পরে দুবার সার্ভিস ব্রেক করে ৬-৪ গেমে সেটটা জেতেন নাদাল। দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ফেরেন সিতসিপাস । ৬-৭ গেমে জিতে সমতায় ফেরেন গ্রিক টেনিস তারকা। দুই সেটে সমতা হলে তৃতীয় সেটটি পরিণত হয় ফাইনালে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬-৪, ৬-৭, ৭-৫ গেমে রেকর্ড ১২বার বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন নাদাল।

শিরোপা জিতে উচ্ছ্বসিত নাদাল বলেছেন, ‘আমার কাছে এই জয়ের গুরুত্ব অনেক। আমার পারফরম্যান্সে যে উন্নতি হচ্ছে তার প্রমাণ এই শিরোপা জয়’। নাদাল বার্সেলোনা ওপেনের সবশেষ ১১ ফাইনালের মধ্যে হেরেছিলেন একটিতে।

শিরোপা জিতেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুলেননি নাদাল। ৩৪ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘এমন ফাইনাল আমি কখনো খেলিনি। তার (সিতসিপাস) মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আসলেই বিশেষ কিছু। মন্টে কার্লো শিরোপা জিতেছিলেনই, ফাইনালেও এসেছিলেন কোনো সেট না হেরেই।’

নাদাল এই নিয়ে ক্লে কোর্টে মোট ৬১টি শিরোপা জিতেছেন। এ নিয়ে দুটো টুর্নামেন্টে ১২ কিংবা তার বেশি শিরোপা শোকেসে তুলেছেন নাদাল। কেন সর্বোচ্চ ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড (১৩টি) নাদালের, সেটি কি আর বলতে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত