Ajker Patrika

বাংলাদেশকে পেয়ে আবারও জ্বলে ওঠা কে এই সাহিবজাদা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২২: ১০
সাহিবজাদা ফারহান করেছেন দুর্দান্ত ফিফটি। ছবি: এএফপি
সাহিবজাদা ফারহান করেছেন দুর্দান্ত ফিফটি। ছবি: এএফপি

সাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো করতে পারেননি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের শাহিবজাদা প্রথম ৯ ইনিংসের মধ্যে সাতবার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে, নেই কোনো ফিফটিও। দল থেকে আবারও ছিটকে যান সাহিবজাদা। তবে তখনই আবারও তাঁর সামনে সুযোগ আসে নিজেকে নতুন করে চেনানোর। এই সুযোগ ভালো করেই লুফে নিলেন খাইবার-পাখতুনখাওয়া থেকে উঠে আসা ২৯ বছর বয়সী পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটার। ২০২৫ সুপার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকই হয়ে গেলেন সাহিবজাদা। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ১২ ম্যাচ করেছেন ৪৪৯ রান। ৩ ফিফটির সঙ্গে ছিল ১ সেঞ্চুরি। নজরকাড়া স্ট্রাইকরেট—১৫২.২০। পিএসএলের পর আবারও ডাক পেলেন জাতীয় দলে। এবার তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তন। গত ৩০ মে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে লাহোরে ৪১ বলে ৭৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন।

বাংলাদেশ সফরে এসে এবার প্রথম দুই ম্যাচে বসেই ছিলেন। পাকিস্তান দুটি ম্যাচই বাংলাদেশের কাছে হেরে সিরিজ খুইয়েছে। আজ মিরপুরে পাকিস্তানের ধবলধোলাই এড়ানোর ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে নেমে সাহিবজাদা পেয়ে গেলেন টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ফিফটি। বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি খেলে দুটিতেই পেয়েছেন ফিফটি। দল যখন ধবলধোলাইয়ের শঙ্কায়, শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৪১ বলে ৬৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার। ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চার।

সাহিবজাদা এর আগে চলতি বছরে দারুণ এক রেকর্ডও গড়েছেন। টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ডে বিরাট কোহলির পাশে বসেছেন। টি-টোয়েন্টিতে এক হাজার রান করতে সাহিবজাদার লেগেছে ১৮ ইনিংস। কোহলিরও এক বছরে টি-টোয়েন্টিতে হাজার রান করতে লেগেছিল ১৮ ইনিংস। ২০১৬ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এই রেকর্ড করেছিলেন কোহলি। নিজের শেষ তিন ম্যাচে ২ ফিফটি করা সাহিবজাদা এবার নিশ্চয়ই পথ হারাতে চাইবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত