ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার হাসিতা বোয়াগোদার ১৯১ রান। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে লঙ্কান ব্যাটার ইনিংসটি খেলেছিলেন।
চার দিন আগেই নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন স্কাল্কভিক। এবার নিজেকে নিয়ে গেলেন সবার ওপরে। আজ হারারেতে জিম্বাবুয়ে যুবাদের বিপক্ষে ১৫৩ বলে ১৯ চার ও ৬ ছক্কায় ২১৫ রান করেন এই ওপেনার। আগের রেকর্ডটি ছিল হাসিতা বোয়াগোদার। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ১৯১ রান করেন তিনি।
স্কাল্কভিকের ডাবল সেঞ্চুরির পর এক বল বাকি থাকতে ৩৮৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৬২ রানে ৬ উইকেট শিকার করেন তাতেন্দা চিমুগোরো। জবাবে স্বাগতিকেরা অলআউট হয় ১০৭ রানে। দুই ওপেনার ন্যাথানিয়েল হ্লাবাঙ্গানা (৩১) ও কুপাকুয়াশে মুরাদজি (৪০) ছাড়া আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। প্রোটিয়াদের হয়ে এনাথি কিতশিনি চারটি ও বায়ান্দা মাজোলা শিকার করেন ৩ উইকেট।
নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল একই ভেন্যুতে বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
যুব ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রান
ব্যাটার রান প্রতিপক্ষ সাল
জরিক ফন স্কাল্কভিক (দ. আফ্রিকা) ২১৫ জিম্বাবুয়ে ২০২৫
হাসিতা বোয়াগোদা (শ্রীলঙ্কা) ১৯১ কেনিয়া ২০১৮
জ্যাকব ভুলা (নিউজিল্যান্ড) ১৮০ কেনিয়া ২০১৮
থিও দোরোপুলাস (অস্ট্রেলিয়া) ১৭৯* ইংল্যান্ড ২০০৩
আম্বাতি রাইডু (ভারত) ১৭৭* ইংল্যান্ড ২০০২
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার হাসিতা বোয়াগোদার ১৯১ রান। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে লঙ্কান ব্যাটার ইনিংসটি খেলেছিলেন।
চার দিন আগেই নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন স্কাল্কভিক। এবার নিজেকে নিয়ে গেলেন সবার ওপরে। আজ হারারেতে জিম্বাবুয়ে যুবাদের বিপক্ষে ১৫৩ বলে ১৯ চার ও ৬ ছক্কায় ২১৫ রান করেন এই ওপেনার। আগের রেকর্ডটি ছিল হাসিতা বোয়াগোদার। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ১৯১ রান করেন তিনি।
স্কাল্কভিকের ডাবল সেঞ্চুরির পর এক বল বাকি থাকতে ৩৮৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৬২ রানে ৬ উইকেট শিকার করেন তাতেন্দা চিমুগোরো। জবাবে স্বাগতিকেরা অলআউট হয় ১০৭ রানে। দুই ওপেনার ন্যাথানিয়েল হ্লাবাঙ্গানা (৩১) ও কুপাকুয়াশে মুরাদজি (৪০) ছাড়া আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। প্রোটিয়াদের হয়ে এনাথি কিতশিনি চারটি ও বায়ান্দা মাজোলা শিকার করেন ৩ উইকেট।
নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল একই ভেন্যুতে বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
যুব ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রান
ব্যাটার রান প্রতিপক্ষ সাল
জরিক ফন স্কাল্কভিক (দ. আফ্রিকা) ২১৫ জিম্বাবুয়ে ২০২৫
হাসিতা বোয়াগোদা (শ্রীলঙ্কা) ১৯১ কেনিয়া ২০১৮
জ্যাকব ভুলা (নিউজিল্যান্ড) ১৮০ কেনিয়া ২০১৮
থিও দোরোপুলাস (অস্ট্রেলিয়া) ১৭৯* ইংল্যান্ড ২০০৩
আম্বাতি রাইডু (ভারত) ১৭৭* ইংল্যান্ড ২০০২
বৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
২২ মিনিট আগেআন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
৩ ঘণ্টা আগে