Ajker Patrika

রফিককে এখন কাজে লাগাচ্ছে বিসিবি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২০: ৪৬
তরুণ ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করছেন মোহাম্মদ রফিক। ছবি: বিসিবি
তরুণ ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করছেন মোহাম্মদ রফিক। ছবি: বিসিবি

খেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।

বিসিবির দায়িত্ব নেওয়ার পর রফিকের সঙ্গে বুলবুলের যোগাযোগ হয়েছিল, বিসিবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। রফিক ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান এবং বোর্ডের কাছ থেকে সাড়া পেলে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত। তাঁর আগ্রহের মূল্যায়ন করেছে ক্রিকেট বোর্ড। রফিককে এখন কাজে লাগাচ্ছে তারা।

ঘরোয়া ও দেশের বিভিন্ন বিভাগে ক্রিকেট উন্নয়নমূলক প্রোগ্রামে এখন দেখা যায় রফিককে। আজ রাজশাহীতে ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফি ২০২৫-২৬ টুর্নামেন্টে উদ্বোধনেও ছিলেন রফিক। যেখানে তরুণ ক্রিকেটারদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায় তাঁকে। তিনি নিজেও বিভিন্ন সময় বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান এবং বোর্ডের কাছ থেকে সাড়া পেলে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত।

সাবেক তারকা ক্রিকেটার রফিকসহ ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফির উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও বিসিবির স্পিন কোচ শাহিদ মাহমুদ। তাঁরা সেখানে ১৬-১৮ বছর বয়সী উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন ও তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত