ক্রীড়া ডেস্ক
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসংখ্যানটি শুনে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন চমকে গিয়েছিলেন ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। দিনশেষে স্বীকার করে নেওয়া ছাড়া আর উপায় ছিল না তাঁর কাছে। কারণটাও স্পষ্ট, রুটের দুর্দান্ত ফর্ম।
এই টেস্টের আগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচে ছিলেন রুট। দারুণ এক সেঞ্চুরিতে তিন মহারথীকে পেছনে ফেলে দুয়ে উঠে আসেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার। রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৭ টেস্ট খেলে ১৩ হাজার ৩৯১ রান করেছেন তিনি। ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার ওপরে রয়েছেন শচীন টেন্ডুলকার।
সেই রেকর্ড ভাঙা আপাতত অসম্ভব কিছু বলে মনে হচ্ছে না। বছরে যেকোনো দলের চেয়ে ইংল্যান্ড টেস্ট খেলে থাকে বেশি। ছন্দ ধরে রাখলে সম্ভব বলে মনে করেন অজি কিংবদন্তি রিকি পন্টিং, ‘দেখে তো মনে হয় না ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা একটুও কমেছে। বরং যত দিন যাচ্ছে, রানের ক্ষুধা আরও বাড়ছে বলে মনে হয়। গতকাল কথাটা উঠেছিল—সে কি শচীনের রেকর্ড টপকে যেতে পারবে? দেখা যাক, হয়তো সত্যিই পারবে।’
পন্টিং ভেবেছিলেন আজই তাঁকে ছাড়িয়ে যাবেন রুট। তা অবশ্য মিথ্যে হয়নি। অংশুল কম্বোজের বল পয়েন্টের দিকে ঠেলে সিঙ্গেল নিয়ে ১৩ হাজার ৩৭৯ রানে পৌঁছান রুট। টপকে যান পন্টিংকে (১৩৩৭৮)।
আগের দিনের ১১ রানকে পুঁজি করে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন রুট। এই টেস্টের আগে সব মিলিয়ে তাঁর রান ছিল ১৩ হাজার ২৫৯। তৃতীয় উইকেটে ১৪৪ রানের জুটিতে তাঁকে সঙ্গে দেওয়া ওলি পোপ থেমে যান ১২৮ বলে ৭ চারে ৭১ রানে। হ্যারি ব্রুকও (৩) টিকতে পারেননি ১২ বলের বেশি। তবে অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে রুট ছুটতে থাকেন মাইলফলকের পথে।
দিনের শুরুতে অবশ্য ওল্ড ট্রাফোর্ডে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের কীর্তি গড়েন রুট। তারপর একে একে রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে যান। চা–বিরতির আগে অংশুলকে লেগ গ্লান্স করে তুলে নেন ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি। স্টিভেন স্মিথকে (১১) ছাড়িয়ে টেস্টে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নেন তিনি। এ নিয়ে ১২টি সেঞ্চুরি হলো তাঁর। এর মধ্যে ঘরের মাঠে ৯টি। নিজেদের মাঠে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ছাড়িয়ে যান ডন ব্র্যাডম্যানকে। ইংল্যান্ডের বিপক্ষে আট দেশে আটটি সেঞ্চুরি রয়েছে এই কিংবদন্তির।
রুটের সঙ্গে ইংল্যান্ডও এগিয়ে যাচ্ছে রানপাহাড়ের দিকে। ৪ উইকেট হারিয়ে ৪৫৮ রান করেছে স্বাগতিকেরা। লিড নিয়েছে ১০০ রানের। রুট ১৩২ ও স্টোকস ব্যাটিং করছিলেন ৪৬ রানে। এর আগে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৫৮ রানে।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসংখ্যানটি শুনে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন চমকে গিয়েছিলেন ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। দিনশেষে স্বীকার করে নেওয়া ছাড়া আর উপায় ছিল না তাঁর কাছে। কারণটাও স্পষ্ট, রুটের দুর্দান্ত ফর্ম।
এই টেস্টের আগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচে ছিলেন রুট। দারুণ এক সেঞ্চুরিতে তিন মহারথীকে পেছনে ফেলে দুয়ে উঠে আসেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার। রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৭ টেস্ট খেলে ১৩ হাজার ৩৯১ রান করেছেন তিনি। ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার ওপরে রয়েছেন শচীন টেন্ডুলকার।
সেই রেকর্ড ভাঙা আপাতত অসম্ভব কিছু বলে মনে হচ্ছে না। বছরে যেকোনো দলের চেয়ে ইংল্যান্ড টেস্ট খেলে থাকে বেশি। ছন্দ ধরে রাখলে সম্ভব বলে মনে করেন অজি কিংবদন্তি রিকি পন্টিং, ‘দেখে তো মনে হয় না ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা একটুও কমেছে। বরং যত দিন যাচ্ছে, রানের ক্ষুধা আরও বাড়ছে বলে মনে হয়। গতকাল কথাটা উঠেছিল—সে কি শচীনের রেকর্ড টপকে যেতে পারবে? দেখা যাক, হয়তো সত্যিই পারবে।’
পন্টিং ভেবেছিলেন আজই তাঁকে ছাড়িয়ে যাবেন রুট। তা অবশ্য মিথ্যে হয়নি। অংশুল কম্বোজের বল পয়েন্টের দিকে ঠেলে সিঙ্গেল নিয়ে ১৩ হাজার ৩৭৯ রানে পৌঁছান রুট। টপকে যান পন্টিংকে (১৩৩৭৮)।
আগের দিনের ১১ রানকে পুঁজি করে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন রুট। এই টেস্টের আগে সব মিলিয়ে তাঁর রান ছিল ১৩ হাজার ২৫৯। তৃতীয় উইকেটে ১৪৪ রানের জুটিতে তাঁকে সঙ্গে দেওয়া ওলি পোপ থেমে যান ১২৮ বলে ৭ চারে ৭১ রানে। হ্যারি ব্রুকও (৩) টিকতে পারেননি ১২ বলের বেশি। তবে অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে রুট ছুটতে থাকেন মাইলফলকের পথে।
দিনের শুরুতে অবশ্য ওল্ড ট্রাফোর্ডে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের কীর্তি গড়েন রুট। তারপর একে একে রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে যান। চা–বিরতির আগে অংশুলকে লেগ গ্লান্স করে তুলে নেন ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি। স্টিভেন স্মিথকে (১১) ছাড়িয়ে টেস্টে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নেন তিনি। এ নিয়ে ১২টি সেঞ্চুরি হলো তাঁর। এর মধ্যে ঘরের মাঠে ৯টি। নিজেদের মাঠে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ছাড়িয়ে যান ডন ব্র্যাডম্যানকে। ইংল্যান্ডের বিপক্ষে আট দেশে আটটি সেঞ্চুরি রয়েছে এই কিংবদন্তির।
রুটের সঙ্গে ইংল্যান্ডও এগিয়ে যাচ্ছে রানপাহাড়ের দিকে। ৪ উইকেট হারিয়ে ৪৫৮ রান করেছে স্বাগতিকেরা। লিড নিয়েছে ১০০ রানের। রুট ১৩২ ও স্টোকস ব্যাটিং করছিলেন ৪৬ রানে। এর আগে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৫৮ রানে।
বৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
১ ঘণ্টা আগেআন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
২ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
৩ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
৩ ঘণ্টা আগে