Ajker Patrika

বাংলাদেশকে গুঁড়িয়ে ধবলধোলাই এড়াল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২২: ০২
বাংলাদেশকে গুঁড়িয়ে ধবলধোলাই এড়াল পাকিস্তান। ছবি: এএফপি
বাংলাদেশকে গুঁড়িয়ে ধবলধোলাই এড়াল পাকিস্তান। ছবি: এএফপি

৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকেরা। কিন্তু ইডেন গার্ডেন ৪৩ রানে ছিল ৫ উইকেট। সে বিবেচনায় আজ আরও বেশি নাজুকই ছিল ব্যাটিং। তবে লেজের ব্যাটারদের বাড়িতে নতুন করে লজ্জার রেকর্ড এড়িয়ে যায় বাংলাদেশ। তবে এড়াতে পারেনি হার। আগেই সিরিজ খুইয়ে বসা পাকিস্তান শেষ ম্যাচে পেল ৭৪ রানের সান্ত্বনার জয়।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬.৩ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অতিথিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। ২-১ ব্যবধানে শেষ হলো সিরিজ।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের ৯ ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। সর্বোচ্চ ৩৪ বলে ৩৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসে ছিল ২টি করে ছক্কা ও চার। ওপেনার নাঈম শেখ করেছেন ১০ রান। বাংলাদেশের শেষ তিন জুটি ছিল দুই অঙ্কের। অষ্টম উইকেটে নাসুম-সাইফউদ্দিনের জুটিতে যোগ হয় ২৪ রান। তাতে সর্বনিম্ন স্কোরের শঙ্কা দূর হয়। সাইফউদ্দিনের ইনিংসে চড়ে ১০০ পেরোয় বাংলাদেশ। ১৯ রানে ৩টি উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার সালমান মির্জা, ১৩ রানে ২ উইকেট নেন ফাহিম আশরাফ।

ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ ছিল টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।

মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচের শুরু থেকে পার্থক্য স্পষ্ট হয় উইকেটে। আগের দুই ম্যাচের উইকেটের ধরন ছিল একই। রান তুলতেই হাঁসফাঁস অবস্থা ছিল ব্যাটারদের। তবে শেষ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ও বোলিংয়ের বাউন্স থেকে বোঝা যাচ্ছিল, স্পোর্টিং উইকেটই দেওয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সাহিবজাদা ফারহানের ফিফটিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাকিস্তান।

পাওয়ার-প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তোলে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ না পেলেও আজ রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সাহিবজাদা। দলীয় স্কোরে ৭১ রান হতেই ফিফটির ঘরে পৌঁছে যান তিনি। খোলস ছেড়ে সবে আক্রমণ শুরু করেছিলেন আরেক ওপেনার সাইম আইয়ুব, তারপরই ঘটে বিপর্যয়।

অষ্টম ওভারে সাইমকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন দুই বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা নাসুম আহমেদ। তখন পাকিস্তানের স্কোর ৮২। তারপর রানের গতি কমতে থাকে সফরকারীদের, সঙ্গে হারাতে থাকে উইকেটও। ১২তম ওভারে নাসুম ফেরান সাহিবজাদাকেও—৪১ বলে ৬৩ রান আসে তাঁর ব্যাট থেকে। ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চার। ক্যারিয়ারের নিজের দ্বিতীয় ফিফটি এটি সাহিবজাদার। আগেরটিও করেছিলেন বাংলাদেশের বিপক্ষে।

মোহাম্মদ হারিস আগের দুই ম্যাচের মতো হলেন ব্যর্থ। ১৪ বলে ফেরেন ৫ রানে। একাদশে সুযোগ পেয়েও হুসাইন তালাত (১) প্রতিদান দিতে পারেননি। ১৫.২ ওভারে ১৩২ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। মাঝে ১৭ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৩ রানের ছোটখাটো ঝোড়ো ইনিংস খেলে যান হাসান নওয়াজ।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক সালমান ও মোহাম্মদ নওয়াজের ২৩ বলে ৪১ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় পাকিস্তান। ১৬ বলে ২৭ রান করেন নওয়াজ। ১২ রানে অপরাজিত থাকেন সালমান। তাসকিন ৩টি ও নাসুম ২টি উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত