Ajker Patrika

উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ওসাকাও

আপডেট : ২৪ জুন ২০২১, ১৩: ৫১
উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ওসাকাও

ঢাকা: ফ্রেঞ্চ ওপেন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর এবার উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। এর আগে উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রাফায়েল নাদালও। তবে রাফায়েল নাদাল টোকিও অলিম্পিকে অংশ না নিলেও নিজের দেশের অলিম্পিক দিয়েই কোর্টে ফিরবেন নারী বাছাইয়ের দুইয়ে থাকা এই টেনিস তারকা।

পরিবারের সঙ্গে সময় কাটাতে নাওমি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তা ছাড়া এই সময়টায় টোকিও অলিম্পিকে ভালো করার জন্য নিজেকে তৈরি করতে চান জাপানি এই টেনিস তারকা। তাঁর ব্যক্তিগত এজেন্ট এ প্রসঙ্গে বলেছেন, ‘নাওমি এবারের উইম্বলডন খেলবেন না। এই সময়ে তিনি তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিজের দেশের সমর্থকদের সামনে অলিম্পিকের কোর্টে নামতে তিনি উন্মুখ হয়ে আছেন।’

ওসাকার এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষও। তাঁকে শুভকামনা জানিয়ে এক বার্তায় লিখেছে, পরিবার ও বন্ধুদের সঙ্গে তাঁর সময় ভালো কাটুক এটাই কামনা করছি। তবে এবারের উইম্বলডন নাওমির শূন্যতা অনুভব করবে। পরবর্তী উইম্বলডনে তাঁকে স্বাগত।

এর আগে ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না গিয়ে জরিমানা গুনতে হয়েছিল ওসাকাকে। জরিমানার সঙ্গে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কারের হুমকিও দিয়েছিল। অবশেষে তিনি নিজেই টুর্নামেন্ট থেকে সরে গিয়েছিলেন। আর এবার উইম্বলডন শুরুর আগেই না থাকার ঘোষণা দিলেন এই জাপানি তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত