ঢাকা: ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে মাটির কোর্টে বড় ধাক্কা খেলেন রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল রাতে আলেক্সন্দার জেভরেভের কাছে হেরে গেছেন মাটির কোর্টের রাজাখ্যাত এই স্প্যানিয়ার্ড। মাটির কোর্টে এটি দ্বিতীয় বাছাই নাদালের বিপক্ষে জেভরেভের প্রথম জয়।
পঞ্চম বাছাই জেভরেভ প্রথম সেটের শুরুতে পিছিয়ে পড়েন ৪-২ গেমে। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। সেই সেটে নাদালকে পেছনে ফেলে ৬-৪ গেমে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটেও নাদালকে পাত্তা দেননি জেভরেভ। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটও জিতে নেন ৬-৪ গেমে।
নাদালের বিপক্ষে এটি জেভরেভের এটি টানা তৃতীয় জয়। সেমিতে জেভরেভের প্রতিপক্ষ তৃতীয় বাছাই ডমিনিক থিয়েম। আমেরিকার জন ইসনারকে থিয়েম ৩-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারান।
সেমির এই লড়াই জেভরেভের জন্য প্রতিশোধেরও সুযোগ। ইউএস ওপেনে থিয়েমের কাছে ফাইনালে হেরে শিরোপা হারিয়েছিলেন তিনি।
জয়ের পর জেভরেভ বলেছেন, ‘এটি নিশ্চিতভাবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। বিশেষ করে মাটির কোর্টে নাদালকে হারানো বিশেষ কিছু।’
জেভরেভ আরও যোগ করেছেন, ‘তার ঘরের মাঠে হারানো অনেক কঠিন ব্যাপার। স্পেনে নাদালকে হারানো দারুণ ব্যাপার। অবিশ্বাস্য টুর্নামেন্ট, যা এখনো শেষ হয়নি।’
ঢাকা: ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে মাটির কোর্টে বড় ধাক্কা খেলেন রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল রাতে আলেক্সন্দার জেভরেভের কাছে হেরে গেছেন মাটির কোর্টের রাজাখ্যাত এই স্প্যানিয়ার্ড। মাটির কোর্টে এটি দ্বিতীয় বাছাই নাদালের বিপক্ষে জেভরেভের প্রথম জয়।
পঞ্চম বাছাই জেভরেভ প্রথম সেটের শুরুতে পিছিয়ে পড়েন ৪-২ গেমে। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। সেই সেটে নাদালকে পেছনে ফেলে ৬-৪ গেমে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটেও নাদালকে পাত্তা দেননি জেভরেভ। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটও জিতে নেন ৬-৪ গেমে।
নাদালের বিপক্ষে এটি জেভরেভের এটি টানা তৃতীয় জয়। সেমিতে জেভরেভের প্রতিপক্ষ তৃতীয় বাছাই ডমিনিক থিয়েম। আমেরিকার জন ইসনারকে থিয়েম ৩-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারান।
সেমির এই লড়াই জেভরেভের জন্য প্রতিশোধেরও সুযোগ। ইউএস ওপেনে থিয়েমের কাছে ফাইনালে হেরে শিরোপা হারিয়েছিলেন তিনি।
জয়ের পর জেভরেভ বলেছেন, ‘এটি নিশ্চিতভাবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। বিশেষ করে মাটির কোর্টে নাদালকে হারানো বিশেষ কিছু।’
জেভরেভ আরও যোগ করেছেন, ‘তার ঘরের মাঠে হারানো অনেক কঠিন ব্যাপার। স্পেনে নাদালকে হারানো দারুণ ব্যাপার। অবিশ্বাস্য টুর্নামেন্ট, যা এখনো শেষ হয়নি।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৬ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে