Ajker Patrika

ইতিহাস গড়ার আরও কাছে নাদাল

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬: ৩৫
ইতিহাস গড়ার আরও কাছে নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনে রুদ্ধশ্বাস এক লড়াই জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে পেছনে ফেলে গ্র্যান্ড স্লাম জয়ে সবার ওপরে উঠতে নাদালের প্রয়োজন আর দুটি জয়। তবে সেমিতে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়েছিল এই স্প্যানিশ মহাতারকাকে। 

র‍্যাঙ্কিংয়ের ছয়ে থাকা নাদালের শুরুটা অবশ্য হয়েছিল দারুণভাবে। প্রথম দুই সেটে কানাডীয় প্রতিপক্ষ ডেনিস শাপোভালোভকে ৬-৩ ও ৬-৪ গেমে উড়িয়ে দেন নাদাল। কিন্তু পরের দুই সেটে দারুণভাবে ফিরে আসেন শাপোভালোভ। ৪-৬ ও ৩-৬ গেমে এই দুই সেটে হেরে যান নাদাল। 

 ক্রেজচিকোভাকে হারিয়ে সেমিতে পৌঁছেছেন কেইসএরপর ফল নির্ধারণী শেষ সেটে ফের দাপট দেখান নাদাল। ৬-৩ গেমে শাপোভালোভকে হারিয়ে বাজিমাত করেন ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা। শেষ চারে নাদালের প্রতিপক্ষ হবেন মাত্তেও বেরেত্তিনি কিংবা গায়েল মনফিলিসের মধ্যেকার ম্যাচে জিতবেন তিনি। 

নারী এককে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন ম্যাডিসন কেইস। গতবারের ফ্রেঞ্চ ওপেন জয়ী বারবোরা ক্রেজচিকোভাকে সরাসরি ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...