অয়ন রায়
ঢাকা: বার্সেলোনা ওপেন, ইতালিয়ান ওপেন জিতে রাফায়েল নাদাল এখন হুংকার ছেড়ে বলতেই পারেন—খেলা হবে! ৩০ মে থেকে খেলা হবে!
নাদালের বলাটা অস্বাভাবিকও নয়! বার্সেলোনা, রোমে নাদাল খেলে এসেছেন ক্লে (মাটির) কোর্টে। যা তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ৩০ মে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেন জিততে। আর মাটির কোর্ট মানেই নাদালের বিজয়ের হাসি—এই তো গত দুই দশকে নিয়মিত দেখে আসছে টেনিস বিশ্ব। রোলাঁ গাঁরোতে ধারাবাহিক বিজয় নিশান উড়িয়ে রাফা নিজেকে প্রতিষ্ঠা করেছেন মাটির কোর্টের রাজা হিসেবে। কেন তিনি মাটির কোর্টে সফল—এ নিয়ে গবেষণা কম হয়নি। আরেকটি ফ্রেঞ্চ ওপেনের আগে প্রসঙ্গটা তাই আবার আসছে।
অভ্যস্ততা
স্পেনের অধিকাংশ টেনিস কোর্টই মাটির। পুরো স্পেনে এক লাখের ওপর লাল মাটির কোর্ট রয়েছে! রাফার জন্ম–বেড়ে ওঠা স্পেনে, তিনি শৈশব থেকেই ক্লে কোর্টে খেলে অভ্যস্ত। স্পেনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাটির কোর্টে নিয়মিত টেনিস আয়োজনেরও উপযোগী। এ ধরনের আবহাওয়ায় সারা বছরই টেনিস খেলা সম্ভব।
ফোরহ্যান্ড শটে অনন্য
রাফার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ফোরহ্যান্ড শট। সঙ্গে দ্রুত নড়াচড়া করার সক্ষমতা তাঁকে মাটির কোর্টে সফল হতে সহায়তা করেছে। তিনি যেমন আগ্রাসী, তেমনি তাঁর ধৈর্যও প্রশংসনীয়। ফোরহ্যান্ড শট খেলে রাফা খুব সহজেই প্রতিপক্ষকে বোকা বানাতে পারেন। দ্রুত ফিরতি শট খেলা ঘাসের কোর্টের চেয়ে মাটির কোর্টে বলের গতি একটু কম থাকে। যেটা নাদালের বাড়তি একটা সুবিধা। যেহেতু তিনি ফোরহ্যান্ড শট ভালো খেলেন, ক্লে কোর্টে বাড়তি বাউন্স পাওয়া যায়, যেটা রাফাকে ফিরতি শট খুব দ্রুত খেলতে সহায়তা করে।
বাঁহাতি হওয়ার সুবিধা
নাদালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাঁহাতি। ব্যাকহ্যান্ড শট খেলতে বাড়তি সুবিধা পান তিনি। যেটা তাঁকে বল দ্রুত স্পিন করতে সাহায্য করে, যা খুব সহজেই প্রতিপক্ষকে ধোঁকা দিতে সহায়তা করে। ডান হাতি হলে রাফা হয়তো এই সুবিধা কম পেতেন।
ঢাকা: বার্সেলোনা ওপেন, ইতালিয়ান ওপেন জিতে রাফায়েল নাদাল এখন হুংকার ছেড়ে বলতেই পারেন—খেলা হবে! ৩০ মে থেকে খেলা হবে!
নাদালের বলাটা অস্বাভাবিকও নয়! বার্সেলোনা, রোমে নাদাল খেলে এসেছেন ক্লে (মাটির) কোর্টে। যা তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ৩০ মে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেন জিততে। আর মাটির কোর্ট মানেই নাদালের বিজয়ের হাসি—এই তো গত দুই দশকে নিয়মিত দেখে আসছে টেনিস বিশ্ব। রোলাঁ গাঁরোতে ধারাবাহিক বিজয় নিশান উড়িয়ে রাফা নিজেকে প্রতিষ্ঠা করেছেন মাটির কোর্টের রাজা হিসেবে। কেন তিনি মাটির কোর্টে সফল—এ নিয়ে গবেষণা কম হয়নি। আরেকটি ফ্রেঞ্চ ওপেনের আগে প্রসঙ্গটা তাই আবার আসছে।
অভ্যস্ততা
স্পেনের অধিকাংশ টেনিস কোর্টই মাটির। পুরো স্পেনে এক লাখের ওপর লাল মাটির কোর্ট রয়েছে! রাফার জন্ম–বেড়ে ওঠা স্পেনে, তিনি শৈশব থেকেই ক্লে কোর্টে খেলে অভ্যস্ত। স্পেনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাটির কোর্টে নিয়মিত টেনিস আয়োজনেরও উপযোগী। এ ধরনের আবহাওয়ায় সারা বছরই টেনিস খেলা সম্ভব।
ফোরহ্যান্ড শটে অনন্য
রাফার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ফোরহ্যান্ড শট। সঙ্গে দ্রুত নড়াচড়া করার সক্ষমতা তাঁকে মাটির কোর্টে সফল হতে সহায়তা করেছে। তিনি যেমন আগ্রাসী, তেমনি তাঁর ধৈর্যও প্রশংসনীয়। ফোরহ্যান্ড শট খেলে রাফা খুব সহজেই প্রতিপক্ষকে বোকা বানাতে পারেন। দ্রুত ফিরতি শট খেলা ঘাসের কোর্টের চেয়ে মাটির কোর্টে বলের গতি একটু কম থাকে। যেটা নাদালের বাড়তি একটা সুবিধা। যেহেতু তিনি ফোরহ্যান্ড শট ভালো খেলেন, ক্লে কোর্টে বাড়তি বাউন্স পাওয়া যায়, যেটা রাফাকে ফিরতি শট খুব দ্রুত খেলতে সহায়তা করে।
বাঁহাতি হওয়ার সুবিধা
নাদালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাঁহাতি। ব্যাকহ্যান্ড শট খেলতে বাড়তি সুবিধা পান তিনি। যেটা তাঁকে বল দ্রুত স্পিন করতে সাহায্য করে, যা খুব সহজেই প্রতিপক্ষকে ধোঁকা দিতে সহায়তা করে। ডান হাতি হলে রাফা হয়তো এই সুবিধা কম পেতেন।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৬ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে