২৮ মিনিটের টাইব্রেকার, ভাবা যায়? আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তো এরই মধ্যে টাইব্রেকারকে বলছে ‘পাগলাটে’, ম্যাচকে বলছে অস্ট্রেলিয়ান ওপেন ইতিহাসের অন্যতম সেরা।
কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না, তখন নিজের টেনিস ক্যারিয়ারের সোনালি সময় ফিরিয়ে আনতে বাধ্য হলেন রাফায়েল নাদাল। অবিশ্বাস্য এক ফোরহ্যান্ড শটে ফেললেন স্বস্তির নিশ্বাস। ৮১ মিনিটের স্নায়ুর পরীক্ষায় উতরেই মুষ্টিবদ্ধ হাতে দিলেন ‘ট্রেডমার্ক’ গর্জন।
না, ম্যাচ জিতে নয়; ক্ষণিকের জন্য রণাঙ্গনে রূপ নেওয়া রড লেভার এরিনায় সবে প্রথম সেট জিতেছেন নাদাল। তাতেই অমন উদ্যাপন। স্প্যানিশ মহাতারকা হুংকার ছুড়বেন না-ই বা কেন? শেষ কবে তাঁকে এমন পরীক্ষা দিতে হয়েছে, হয়তো নিজেরও মনে নেই! তবে আদ্রিয়ান মানারিনো নামটা নিশ্চয়ই বহু দিন মনে রাখবেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ বিশ্ব র্যাঙ্কিংয়ের ৬৯ নম্বরে থাকা মানারিনোই যে নাদালের নাভিশ্বাস তুলে ছেড়েছেন। ৩৩ বছর বয়সী ফরাসির বিপক্ষে ৩০ পয়েন্টের টাইব্রেকার নাদাল শেষমেশ জেতেন ১৬-১৪ ব্যবধানে। পরের দুই সেটে অবশ্য রুদ্ররূপেই দেখা গেছে নাদালকে। মানারিনোকে উড়িয়ে দিয়েছেন সরাসরি সেটে। নাদালের পক্ষে ম্যাচের ফল ৭-৬ (১৬-১৪),৬-২, ৬-২।
এ জয়ে পুরুষ এককে সবার আগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন নাদাল। আর তিন ধাপ পেরোলে হয়ে যাবে ২১। রজার ফেদেরার-নোভাক জোকোভিচকে ছাড়িয়ে এককভাবে বনে যাবেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক।
ম্যাচ শেষে স্বপ্নপূরণের কথা নিজেই জানিয়ে রাখলেন নাদাল, ‘মাঝে মাঝে প্রতিপক্ষ এতটাই ভালো খেলে যে নিজেকে দুর্ভাগা মনে হয়। যাই হোক, কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে খুশি। জানি, (২১তম গ্র্যান্ড স্লাম জিততে হলে) আমাকে খুবই, খুবই ভালো খেলতে হবে। সুযোগ সৃষ্টি করে কাজে লাগাতে হবে। জয় পেতে কষ্ট হলেও বেশ উপভোগ করেছি। পরের ম্যাচগুলোতেও সেরাটা দিয়ে লড়ব।’
২৮ মিনিটের টাইব্রেকার, ভাবা যায়? আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তো এরই মধ্যে টাইব্রেকারকে বলছে ‘পাগলাটে’, ম্যাচকে বলছে অস্ট্রেলিয়ান ওপেন ইতিহাসের অন্যতম সেরা।
কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না, তখন নিজের টেনিস ক্যারিয়ারের সোনালি সময় ফিরিয়ে আনতে বাধ্য হলেন রাফায়েল নাদাল। অবিশ্বাস্য এক ফোরহ্যান্ড শটে ফেললেন স্বস্তির নিশ্বাস। ৮১ মিনিটের স্নায়ুর পরীক্ষায় উতরেই মুষ্টিবদ্ধ হাতে দিলেন ‘ট্রেডমার্ক’ গর্জন।
না, ম্যাচ জিতে নয়; ক্ষণিকের জন্য রণাঙ্গনে রূপ নেওয়া রড লেভার এরিনায় সবে প্রথম সেট জিতেছেন নাদাল। তাতেই অমন উদ্যাপন। স্প্যানিশ মহাতারকা হুংকার ছুড়বেন না-ই বা কেন? শেষ কবে তাঁকে এমন পরীক্ষা দিতে হয়েছে, হয়তো নিজেরও মনে নেই! তবে আদ্রিয়ান মানারিনো নামটা নিশ্চয়ই বহু দিন মনে রাখবেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ বিশ্ব র্যাঙ্কিংয়ের ৬৯ নম্বরে থাকা মানারিনোই যে নাদালের নাভিশ্বাস তুলে ছেড়েছেন। ৩৩ বছর বয়সী ফরাসির বিপক্ষে ৩০ পয়েন্টের টাইব্রেকার নাদাল শেষমেশ জেতেন ১৬-১৪ ব্যবধানে। পরের দুই সেটে অবশ্য রুদ্ররূপেই দেখা গেছে নাদালকে। মানারিনোকে উড়িয়ে দিয়েছেন সরাসরি সেটে। নাদালের পক্ষে ম্যাচের ফল ৭-৬ (১৬-১৪),৬-২, ৬-২।
এ জয়ে পুরুষ এককে সবার আগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন নাদাল। আর তিন ধাপ পেরোলে হয়ে যাবে ২১। রজার ফেদেরার-নোভাক জোকোভিচকে ছাড়িয়ে এককভাবে বনে যাবেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক।
ম্যাচ শেষে স্বপ্নপূরণের কথা নিজেই জানিয়ে রাখলেন নাদাল, ‘মাঝে মাঝে প্রতিপক্ষ এতটাই ভালো খেলে যে নিজেকে দুর্ভাগা মনে হয়। যাই হোক, কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে খুশি। জানি, (২১তম গ্র্যান্ড স্লাম জিততে হলে) আমাকে খুবই, খুবই ভালো খেলতে হবে। সুযোগ সৃষ্টি করে কাজে লাগাতে হবে। জয় পেতে কষ্ট হলেও বেশ উপভোগ করেছি। পরের ম্যাচগুলোতেও সেরাটা দিয়ে লড়ব।’
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১২ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে