ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেনে নেই নোভাক জোকোভিচ। চোটের কারণে রজার ফেদেরার আগেই জানিয়ে দিয়েছিলেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলছেন না তিনি। টেনিসনের ‘বিগ থ্রির’ দুজনের অনুপস্থিতিতে রাফায়েল নাদালের জন্য এ যেন ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো।
এবারের গ্র্যান্ড স্লামের সম্ভাব্য শিরোপা জয়ীদের মধ্যে নাদাল পরিষ্কার ব্যবধানে এগিয়ে। স্প্যানিশ তারকা শুরুটাও করলেন সেভাবেই। প্রথম রাউন্ডেই ৬-১, ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের মার্কোস জিরোনকে। রড লেভার এরিনায় আজ জিরোনকে কোনো সুযোগই দেননি নাদাল।
২০০৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নাদাল। অস্ট্রেলিয়ায় সেটিই তাঁর একমাত্র গ্র্যান্ড স্লাম। পরের ১৩ বছরে আর এই শিরোপা ছুঁতে পারেনি ক্লে কোর্টের রাজা। এবার দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মিশনে মেলবোর্নে এসেছেন তিনি।
চোটের কারণে পাঁচ মাস পর কোর্টে ফিরলেন নাদাল। ফিরেই দেখালেন চমক। ম্যাচ শেষে নাদাল বললেন, ‘আমার জন্য মাসগুলো ছিল খুবই চ্যালেঞ্জিং। কঠিন মুহূর্তে আমার মধ্যে অনেক সংশয় কাজ করেছিল।’ প্রথম ম্যাচে এমন জয়ের পর হয়তো নাদালের সংশয় অনেকটাই কেটে গেছে।
এদিকে, মেয়েদের এককে দাপট দেখিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। কলম্বিয়ার কামিলা ওসোরিওকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন এই জাপানি তারকা।
ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেনে নেই নোভাক জোকোভিচ। চোটের কারণে রজার ফেদেরার আগেই জানিয়ে দিয়েছিলেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলছেন না তিনি। টেনিসনের ‘বিগ থ্রির’ দুজনের অনুপস্থিতিতে রাফায়েল নাদালের জন্য এ যেন ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো।
এবারের গ্র্যান্ড স্লামের সম্ভাব্য শিরোপা জয়ীদের মধ্যে নাদাল পরিষ্কার ব্যবধানে এগিয়ে। স্প্যানিশ তারকা শুরুটাও করলেন সেভাবেই। প্রথম রাউন্ডেই ৬-১, ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের মার্কোস জিরোনকে। রড লেভার এরিনায় আজ জিরোনকে কোনো সুযোগই দেননি নাদাল।
২০০৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নাদাল। অস্ট্রেলিয়ায় সেটিই তাঁর একমাত্র গ্র্যান্ড স্লাম। পরের ১৩ বছরে আর এই শিরোপা ছুঁতে পারেনি ক্লে কোর্টের রাজা। এবার দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মিশনে মেলবোর্নে এসেছেন তিনি।
চোটের কারণে পাঁচ মাস পর কোর্টে ফিরলেন নাদাল। ফিরেই দেখালেন চমক। ম্যাচ শেষে নাদাল বললেন, ‘আমার জন্য মাসগুলো ছিল খুবই চ্যালেঞ্জিং। কঠিন মুহূর্তে আমার মধ্যে অনেক সংশয় কাজ করেছিল।’ প্রথম ম্যাচে এমন জয়ের পর হয়তো নাদালের সংশয় অনেকটাই কেটে গেছে।
এদিকে, মেয়েদের এককে দাপট দেখিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। কলম্বিয়ার কামিলা ওসোরিওকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন এই জাপানি তারকা।
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
১ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
২ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৩ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৪ ঘণ্টা আগে