ক্রীড়া ডেস্ক
ঢাকা: এবার ফ্রেঞ্চ ওপেনের বড় আকর্ষণ তাহলে কি সেমিফাইনালের জন্যই জমা! কাল শেষ আটে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ গেমে হারিয়ে নোভাক জোকোভিচ পৌঁছেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। তার আগে দিয়েগো শোয়ার্তজমানকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন রাফায়েল নাদালও। কাল সেমিফাইনালে মুখোমুখি টেনিসের দুই মহাতারকা নাদাল-জোকোভিচ। তাহলে কি সেমিফাইনালই এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা নির্ধারণ করে দেবে?
কাল বেরেত্তিনির বিপক্ষে প্রথম দুই সেট (৬-৩, ৬-২) সহজেই জিতেছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে সার্বিয়ান তারকাকে বড় চ্যালেঞ্জই জানান বেরেত্তিনি। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকে। টাইব্রেকারে ৭-৫ গেমে জিতে সেটটি জেতেন বেরেত্তিনি। জোকোভিচের অলস খেলায় ম্যাচটা একটু দীর্ঘায়িত হয়েছে। এরই মধ্যে ফ্রান্সে রাত্রিকালীন কারফিউ চলায় দর্শক মাঠ ছেড়ে চলে যাওয়ার আগে দুই খেলোয়াড়কে দুয়ো দিয়ে যান। ফাঁকা মাঠে চতুর্থ সেট ৭-৫ গেমে জিতে উল্লাসে মাতেন জোকোভিচ।
দিনের আরেক ম্যাচে জয় পেয়েছেন নাদাল। আর্জেন্টাইন তারকা দিয়েগো শোয়ার্তজমানকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ‘লাল দুর্গের রাজা’ পৌঁছে গেলেন ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে।
গতবার রোঁলা গারোঁর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল-জোকোভিচ। জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে (৬-০, ৬-২, ৭-৫ গেমে) নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। গত ফাইনালের জয়ের স্মৃতি সেমিফাইনালে নাদালকে যেমন অনুপ্রেরণা জোগাবে, জোকোভিচের সামনে থাকছে গতবারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। সেমিফাইনালেই যেহেতু টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই তারকা মুখোমুখি হয়ে যাচ্ছেন, এই সেমিফাইনাল বিজয়ীর কারও হাতে শিরোপা উঠে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল।
ঢাকা: এবার ফ্রেঞ্চ ওপেনের বড় আকর্ষণ তাহলে কি সেমিফাইনালের জন্যই জমা! কাল শেষ আটে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ গেমে হারিয়ে নোভাক জোকোভিচ পৌঁছেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। তার আগে দিয়েগো শোয়ার্তজমানকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন রাফায়েল নাদালও। কাল সেমিফাইনালে মুখোমুখি টেনিসের দুই মহাতারকা নাদাল-জোকোভিচ। তাহলে কি সেমিফাইনালই এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা নির্ধারণ করে দেবে?
কাল বেরেত্তিনির বিপক্ষে প্রথম দুই সেট (৬-৩, ৬-২) সহজেই জিতেছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে সার্বিয়ান তারকাকে বড় চ্যালেঞ্জই জানান বেরেত্তিনি। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকে। টাইব্রেকারে ৭-৫ গেমে জিতে সেটটি জেতেন বেরেত্তিনি। জোকোভিচের অলস খেলায় ম্যাচটা একটু দীর্ঘায়িত হয়েছে। এরই মধ্যে ফ্রান্সে রাত্রিকালীন কারফিউ চলায় দর্শক মাঠ ছেড়ে চলে যাওয়ার আগে দুই খেলোয়াড়কে দুয়ো দিয়ে যান। ফাঁকা মাঠে চতুর্থ সেট ৭-৫ গেমে জিতে উল্লাসে মাতেন জোকোভিচ।
দিনের আরেক ম্যাচে জয় পেয়েছেন নাদাল। আর্জেন্টাইন তারকা দিয়েগো শোয়ার্তজমানকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ‘লাল দুর্গের রাজা’ পৌঁছে গেলেন ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে।
গতবার রোঁলা গারোঁর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল-জোকোভিচ। জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে (৬-০, ৬-২, ৭-৫ গেমে) নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। গত ফাইনালের জয়ের স্মৃতি সেমিফাইনালে নাদালকে যেমন অনুপ্রেরণা জোগাবে, জোকোভিচের সামনে থাকছে গতবারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। সেমিফাইনালেই যেহেতু টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই তারকা মুখোমুখি হয়ে যাচ্ছেন, এই সেমিফাইনাল বিজয়ীর কারও হাতে শিরোপা উঠে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল।
শেষ অংশে এসে পৌঁছেছে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে আজ। শেষ ভাগে এসে যোগ দিচ্ছেন বেশ কজন বিদেশি ক্রিকেটার।তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের নুর আহমাদ জাদরান। জেসন হোল্ডারকে নিয়েছে খুলনা টাইগার্স।
১৫ মিনিট আগেদুর্বার রাজশাহীর অপেশাদার কর্মকাণ্ড নিয়ে সংবাদ তো কম হয়নি। দেশি-বিদেশি সব ক্রিকেটারদের টাকা-পয়সা ঠিক সময়ে পরিশোধ না করা, দফায় দফায় চেক বাউন্সের অভিযোগ উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারী শফিকুর রহমানের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হয়েছে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে।
৩৯ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় শেষ দিকে। তবে এরই মধ্যে কদিনের ছুটি মিলে গেছে কাল পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তাসকিন আহমেদ আর সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান তামিমের। চ্যাম্পিয়নস ট্রফির অনুশীলন ক্যাম্প শুরুর আগে দুজনই সময় দিচ্ছেন পরিবারকে।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি ফারুক আহমেদ ভুল বলেননি, এই বিপিএলে অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু পারিশ্রমিক আর ফিক্সিং বিতর্কে টুর্নামেন্টের ইতিবাচক দিকগুলো যেন পেছনেই পড়েছে। শেষ ভালো যার, সব ভালো তার—টুর্নামেন্ট শেষ অংশটা যদি সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি হয়, তাহলে হয়তো বিতর্কও পেছনে পড়বে। আর সেটি হতে চাই জমজমাট এক প্লে
২ ঘণ্টা আগে