ঢাকা: এবার ফ্রেঞ্চ ওপেনের বড় আকর্ষণ তাহলে কি সেমিফাইনালের জন্যই জমা! কাল শেষ আটে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ গেমে হারিয়ে নোভাক জোকোভিচ পৌঁছেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। তার আগে দিয়েগো শোয়ার্তজমানকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন রাফায়েল নাদালও। কাল সেমিফাইনালে মুখোমুখি টেনিসের দুই মহাতারকা নাদাল-জোকোভিচ। তাহলে কি সেমিফাইনালই এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা নির্ধারণ করে দেবে?
কাল বেরেত্তিনির বিপক্ষে প্রথম দুই সেট (৬-৩, ৬-২) সহজেই জিতেছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে সার্বিয়ান তারকাকে বড় চ্যালেঞ্জই জানান বেরেত্তিনি। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকে। টাইব্রেকারে ৭-৫ গেমে জিতে সেটটি জেতেন বেরেত্তিনি। জোকোভিচের অলস খেলায় ম্যাচটা একটু দীর্ঘায়িত হয়েছে। এরই মধ্যে ফ্রান্সে রাত্রিকালীন কারফিউ চলায় দর্শক মাঠ ছেড়ে চলে যাওয়ার আগে দুই খেলোয়াড়কে দুয়ো দিয়ে যান। ফাঁকা মাঠে চতুর্থ সেট ৭-৫ গেমে জিতে উল্লাসে মাতেন জোকোভিচ।
দিনের আরেক ম্যাচে জয় পেয়েছেন নাদাল। আর্জেন্টাইন তারকা দিয়েগো শোয়ার্তজমানকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ‘লাল দুর্গের রাজা’ পৌঁছে গেলেন ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে।
গতবার রোঁলা গারোঁর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল-জোকোভিচ। জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে (৬-০, ৬-২, ৭-৫ গেমে) নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। গত ফাইনালের জয়ের স্মৃতি সেমিফাইনালে নাদালকে যেমন অনুপ্রেরণা জোগাবে, জোকোভিচের সামনে থাকছে গতবারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। সেমিফাইনালেই যেহেতু টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই তারকা মুখোমুখি হয়ে যাচ্ছেন, এই সেমিফাইনাল বিজয়ীর কারও হাতে শিরোপা উঠে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল।
ঢাকা: এবার ফ্রেঞ্চ ওপেনের বড় আকর্ষণ তাহলে কি সেমিফাইনালের জন্যই জমা! কাল শেষ আটে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ গেমে হারিয়ে নোভাক জোকোভিচ পৌঁছেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। তার আগে দিয়েগো শোয়ার্তজমানকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন রাফায়েল নাদালও। কাল সেমিফাইনালে মুখোমুখি টেনিসের দুই মহাতারকা নাদাল-জোকোভিচ। তাহলে কি সেমিফাইনালই এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা নির্ধারণ করে দেবে?
কাল বেরেত্তিনির বিপক্ষে প্রথম দুই সেট (৬-৩, ৬-২) সহজেই জিতেছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে সার্বিয়ান তারকাকে বড় চ্যালেঞ্জই জানান বেরেত্তিনি। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকে। টাইব্রেকারে ৭-৫ গেমে জিতে সেটটি জেতেন বেরেত্তিনি। জোকোভিচের অলস খেলায় ম্যাচটা একটু দীর্ঘায়িত হয়েছে। এরই মধ্যে ফ্রান্সে রাত্রিকালীন কারফিউ চলায় দর্শক মাঠ ছেড়ে চলে যাওয়ার আগে দুই খেলোয়াড়কে দুয়ো দিয়ে যান। ফাঁকা মাঠে চতুর্থ সেট ৭-৫ গেমে জিতে উল্লাসে মাতেন জোকোভিচ।
দিনের আরেক ম্যাচে জয় পেয়েছেন নাদাল। আর্জেন্টাইন তারকা দিয়েগো শোয়ার্তজমানকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ‘লাল দুর্গের রাজা’ পৌঁছে গেলেন ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে।
গতবার রোঁলা গারোঁর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল-জোকোভিচ। জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে (৬-০, ৬-২, ৭-৫ গেমে) নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। গত ফাইনালের জয়ের স্মৃতি সেমিফাইনালে নাদালকে যেমন অনুপ্রেরণা জোগাবে, জোকোভিচের সামনে থাকছে গতবারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। সেমিফাইনালেই যেহেতু টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই তারকা মুখোমুখি হয়ে যাচ্ছেন, এই সেমিফাইনাল বিজয়ীর কারও হাতে শিরোপা উঠে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল।
স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
২ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
২ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৩ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
৪ ঘণ্টা আগে