Ajker Patrika

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা নির্ধারণ তবে সেমিফাইনালেই!

আপডেট : ২৪ জুন ২০২১, ১৪: ৫১
ফ্রেঞ্চ ওপেনের শিরোপা নির্ধারণ তবে সেমিফাইনালেই!

ঢাকা: এবার ফ্রেঞ্চ ওপেনের বড় আকর্ষণ তাহলে কি সেমিফাইনালের জন্যই জমা! কাল শেষ আটে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ গেমে হারিয়ে নোভাক জোকোভিচ পৌঁছেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। তার আগে দিয়েগো শোয়ার্তজমানকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন রাফায়েল নাদালও। কাল সেমিফাইনালে মুখোমুখি টেনিসের দুই মহাতারকা নাদাল-জোকোভিচ। তাহলে কি সেমিফাইনালই এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা নির্ধারণ করে দেবে?

কাল বেরেত্তিনির বিপক্ষে প্রথম দুই সেট (৬-৩, ৬-২) সহজেই জিতেছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে সার্বিয়ান তারকাকে বড় চ্যালেঞ্জই জানান বেরেত্তিনি। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকে। টাইব্রেকারে ৭-৫ গেমে জিতে সেটটি জেতেন বেরেত্তিনি। জোকোভিচের অলস খেলায় ম্যাচটা একটু দীর্ঘায়িত হয়েছে। এরই মধ্যে ফ্রান্সে রাত্রিকালীন কারফিউ চলায় দর্শক মাঠ ছেড়ে চলে যাওয়ার আগে দুই খেলোয়াড়কে দুয়ো দিয়ে যান। ফাঁকা মাঠে চতুর্থ সেট ৭-৫ গেমে জিতে উল্লাসে মাতেন জোকোভিচ।

দিনের আরেক ম্যাচে জয় পেয়েছেন নাদাল। আর্জেন্টাইন তারকা দিয়েগো শোয়ার্তজমানকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ‘লাল দুর্গের রাজা’ পৌঁছে গেলেন ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে।

গতবার রোঁলা গারোঁর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল-জোকোভিচ। জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে (৬-০, ৬-২, ৭-৫ গেমে) নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। গত ফাইনালের জয়ের স্মৃতি সেমিফাইনালে নাদালকে যেমন অনুপ্রেরণা জোগাবে, জোকোভিচের সামনে থাকছে গতবারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। সেমিফাইনালেই যেহেতু টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই তারকা মুখোমুখি হয়ে যাচ্ছেন, এই সেমিফাইনাল বিজয়ীর কারও হাতে শিরোপা উঠে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত