রাফায়েল নাদাল আর রজার ফেদেরারের রেকর্ড ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করলেন নোভাক জোকোভিচ। উইম্বলডনের ফাইনালে মাত্তেও বেরাত্তিনির বিপক্ষে জোকোভিচের জয় ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে।
প্রথমবারের মতো ফাইনালে ওঠা বেরাত্তিনির সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়েরও। জোকোভিচের রেকর্ড গড়ার দিনে খুব একটা পাত্তা পাননি বাছাইয়ের নয় নম্বরে থাকা এই ইতালিয়ান টেনিস তারকা।
প্রথম সেটে অবশ্য ঘুরে দাঁড়িয়ে বেরাত্তিনিই জিতেছিলেন। কিন্তু জোকোভিচ তো এমনই! প্রথম সেটে হেরে ফিরে আসার উদাহরণ অনেক আছে তাঁর ক্যারিয়ারে। সেটিই আরেকবার করে দেখালেন তিনি।
এর আগে গত মাসে ফ্রেঞ্চ ওপেনের রোঁলা গাঁরোর ফাইনালেও এভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন জোকোভিচ।
এদিনও শুরুতে একই চিত্র। প্রথম সেটে টাইব্রেকে বাছাইয়ের এক নম্বরে থাকা জোকোভিচের হার ৬-৭ গেমে। পরের তিন সেটে বেরাত্তিনিকে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেননি সার্বিয়ান তারকা।
২০১৮ সাল থেকে উইম্বলডনে এই নিয়ে টানা তিন গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন জোকোভিচ। এই বছরেও এটা জোকোভিচের তিন নম্বর গ্র্যান্ড স্লাম শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে বছরটা শুরু করা জোকোভিচ জিতেছেন ফ্রেঞ্চ ওপেনও।
তবে আজকের শিরোপাটা জোকোভিচের জন্য বিশেষ। এটি জিতে সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ফেদারার-নাদালের পাশে বসলেন।
রাফায়েল নাদাল আর রজার ফেদেরারের রেকর্ড ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করলেন নোভাক জোকোভিচ। উইম্বলডনের ফাইনালে মাত্তেও বেরাত্তিনির বিপক্ষে জোকোভিচের জয় ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে।
প্রথমবারের মতো ফাইনালে ওঠা বেরাত্তিনির সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়েরও। জোকোভিচের রেকর্ড গড়ার দিনে খুব একটা পাত্তা পাননি বাছাইয়ের নয় নম্বরে থাকা এই ইতালিয়ান টেনিস তারকা।
প্রথম সেটে অবশ্য ঘুরে দাঁড়িয়ে বেরাত্তিনিই জিতেছিলেন। কিন্তু জোকোভিচ তো এমনই! প্রথম সেটে হেরে ফিরে আসার উদাহরণ অনেক আছে তাঁর ক্যারিয়ারে। সেটিই আরেকবার করে দেখালেন তিনি।
এর আগে গত মাসে ফ্রেঞ্চ ওপেনের রোঁলা গাঁরোর ফাইনালেও এভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন জোকোভিচ।
এদিনও শুরুতে একই চিত্র। প্রথম সেটে টাইব্রেকে বাছাইয়ের এক নম্বরে থাকা জোকোভিচের হার ৬-৭ গেমে। পরের তিন সেটে বেরাত্তিনিকে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেননি সার্বিয়ান তারকা।
২০১৮ সাল থেকে উইম্বলডনে এই নিয়ে টানা তিন গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন জোকোভিচ। এই বছরেও এটা জোকোভিচের তিন নম্বর গ্র্যান্ড স্লাম শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে বছরটা শুরু করা জোকোভিচ জিতেছেন ফ্রেঞ্চ ওপেনও।
তবে আজকের শিরোপাটা জোকোভিচের জন্য বিশেষ। এটি জিতে সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ফেদারার-নাদালের পাশে বসলেন।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৫ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৫ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে