ঢাকা: রাফায়েল নাদালের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটা নোভাক জোকোভিচের জীবনের সেরা তিন ম্যাচের একটা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এই সার্বিয়ান তারকা। লাল দুর্গে নাদালকে যেখানে একবারের বেশি কেউ হারাতে পারেননি, সেখানে একমাত্র জোকোভিচই নাদালকে হারের স্বাদ দিলেন দুবার। ইতিহাস গড়া জয়ে তাই অনুভূতিটা একটু বিশেষ হওয়াই তো স্বাভাবিক!
নাদাল তাঁর ক্যারিয়ারের ২০ গ্র্যান্ড স্লামের ১৩টিই জিতেছেন কাদামাটির কোর্টে। গত ফ্রেঞ্চ ওপেনেও জোকোভিচকে হারিয়েই শিরোপা জিতেছিলেন নাদাল। ক্লে কোর্টে এর আগে ১০৮ ম্যাচের দুটিতে হেরেছিলেন নাদাল। কাল ম্যাচেও প্রথম সেট জিতে ক্লে কোর্টে নিজের দাপটের ইঙ্গিত দিচ্ছিলেন। তার পরও নাদালকে জিততে দেননি জোকোভিচ। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত জোকোভিচ বলেছেন, ‘নিশ্চিতভাবে রোঁলা গারোঁতে খেলা এটা আমার সেরা ম্যাচ। জীবনের সেরা তিন ম্যাচের একটি এই ম্যাচ । কোর্টে আমার সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছিলাম, যিনি কিনা অনেক দিন ধরে নিজের ক্ষমতায় এই জায়গাটা ধরে রেখেছিলেন। এই কোর্টে রাফার সঙ্গে জিততে হলে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে এবং আমি সেরাটাই খেলেছি।’
ম্যাচের শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন জোকোভিচ। তাই প্রথম সেট হারের পর যেমন পরের সেটেই ম্যাচে ফিরেছেন, তেমনি শেষ সেটে প্রথম দুই গেমে হেরেও শেষ পর্যন্ত সেট জিতে জয় নিশ্চিত করেছেন, ‘শুরুতে আমি খুব একটা ভালো করতে পারিনি, তবে বিশ্বাস ছিল আমি বলটা ঠিকঠাক মারতে মারব এবং আমি সেটাই করছিলাম । এটাই আমাকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। আমার দিক থেকে সার্ভগুলো ভালো হচ্ছিল না এদিন। শেষ সেটে প্রথম দুই গেমে (০-২ ) পিছিয়ে পড়ার পর সার্ভগুলো কাজে দিতে শুরু করে।’
ঢাকা: রাফায়েল নাদালের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটা নোভাক জোকোভিচের জীবনের সেরা তিন ম্যাচের একটা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এই সার্বিয়ান তারকা। লাল দুর্গে নাদালকে যেখানে একবারের বেশি কেউ হারাতে পারেননি, সেখানে একমাত্র জোকোভিচই নাদালকে হারের স্বাদ দিলেন দুবার। ইতিহাস গড়া জয়ে তাই অনুভূতিটা একটু বিশেষ হওয়াই তো স্বাভাবিক!
নাদাল তাঁর ক্যারিয়ারের ২০ গ্র্যান্ড স্লামের ১৩টিই জিতেছেন কাদামাটির কোর্টে। গত ফ্রেঞ্চ ওপেনেও জোকোভিচকে হারিয়েই শিরোপা জিতেছিলেন নাদাল। ক্লে কোর্টে এর আগে ১০৮ ম্যাচের দুটিতে হেরেছিলেন নাদাল। কাল ম্যাচেও প্রথম সেট জিতে ক্লে কোর্টে নিজের দাপটের ইঙ্গিত দিচ্ছিলেন। তার পরও নাদালকে জিততে দেননি জোকোভিচ। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত জোকোভিচ বলেছেন, ‘নিশ্চিতভাবে রোঁলা গারোঁতে খেলা এটা আমার সেরা ম্যাচ। জীবনের সেরা তিন ম্যাচের একটি এই ম্যাচ । কোর্টে আমার সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছিলাম, যিনি কিনা অনেক দিন ধরে নিজের ক্ষমতায় এই জায়গাটা ধরে রেখেছিলেন। এই কোর্টে রাফার সঙ্গে জিততে হলে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে এবং আমি সেরাটাই খেলেছি।’
ম্যাচের শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন জোকোভিচ। তাই প্রথম সেট হারের পর যেমন পরের সেটেই ম্যাচে ফিরেছেন, তেমনি শেষ সেটে প্রথম দুই গেমে হেরেও শেষ পর্যন্ত সেট জিতে জয় নিশ্চিত করেছেন, ‘শুরুতে আমি খুব একটা ভালো করতে পারিনি, তবে বিশ্বাস ছিল আমি বলটা ঠিকঠাক মারতে মারব এবং আমি সেটাই করছিলাম । এটাই আমাকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। আমার দিক থেকে সার্ভগুলো ভালো হচ্ছিল না এদিন। শেষ সেটে প্রথম দুই গেমে (০-২ ) পিছিয়ে পড়ার পর সার্ভগুলো কাজে দিতে শুরু করে।’
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে