Ajker Patrika

জীবনের সেরা তিন ম্যাচের একটি খেললেন জোকোভিচ

আপডেট : ২৪ জুন ২০২১, ১৪: ২১
জীবনের সেরা তিন ম্যাচের একটি খেললেন জোকোভিচ

ঢাকা: রাফায়েল নাদালের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটা নোভাক জোকোভিচের জীবনের সেরা তিন ম্যাচের একটা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এই সার্বিয়ান তারকা। লাল দুর্গে নাদালকে যেখানে একবারের বেশি কেউ হারাতে পারেননি, সেখানে একমাত্র জোকোভিচই নাদালকে হারের স্বাদ দিলেন দুবার। ইতিহাস গড়া জয়ে তাই অনুভূতিটা একটু বিশেষ হওয়াই তো স্বাভাবিক!

নাদাল তাঁর ক্যারিয়ারের ২০ গ্র্যান্ড স্লামের ১৩টিই জিতেছেন কাদামাটির কোর্টে। গত ফ্রেঞ্চ ওপেনেও জোকোভিচকে হারিয়েই শিরোপা জিতেছিলেন নাদাল। ক্লে কোর্টে এর আগে ১০৮ ম্যাচের দুটিতে হেরেছিলেন নাদাল। কাল ম্যাচেও প্রথম সেট জিতে ক্লে কোর্টে নিজের দাপটের ইঙ্গিত দিচ্ছিলেন। তার পরও নাদালকে জিততে দেননি জোকোভিচ। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত জোকোভিচ বলেছেন, ‘নিশ্চিতভাবে রোঁলা গারোঁতে খেলা এটা আমার সেরা ম্যাচ। জীবনের সেরা তিন ম্যাচের একটি এই ম্যাচ । কোর্টে আমার সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছিলাম, যিনি কিনা অনেক দিন ধরে নিজের ক্ষমতায় এই জায়গাটা ধরে রেখেছিলেন। এই কোর্টে রাফার সঙ্গে জিততে হলে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে এবং আমি সেরাটাই খেলেছি।’

ম্যাচের শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন জোকোভিচ। তাই প্রথম সেট হারের পর যেমন পরের সেটেই ম্যাচে ফিরেছেন, তেমনি শেষ সেটে প্রথম দুই গেমে হেরেও শেষ পর্যন্ত সেট জিতে জয় নিশ্চিত করেছেন, ‘শুরুতে আমি খুব একটা ভালো করতে পারিনি, তবে বিশ্বাস ছিল আমি বলটা ঠিকঠাক মারতে মারব  এবং আমি সেটাই করছিলাম । এটাই  আমাকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। আমার দিক থেকে সার্ভগুলো ভালো হচ্ছিল না এদিন। শেষ সেটে প্রথম দুই গেমে (০-২ ) পিছিয়ে পড়ার পর সার্ভগুলো কাজে দিতে শুরু করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত