ক্রীড়া ডেস্ক
ঢাকা: রাফায়েল নাদালের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটা নোভাক জোকোভিচের জীবনের সেরা তিন ম্যাচের একটা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এই সার্বিয়ান তারকা। লাল দুর্গে নাদালকে যেখানে একবারের বেশি কেউ হারাতে পারেননি, সেখানে একমাত্র জোকোভিচই নাদালকে হারের স্বাদ দিলেন দুবার। ইতিহাস গড়া জয়ে তাই অনুভূতিটা একটু বিশেষ হওয়াই তো স্বাভাবিক!
নাদাল তাঁর ক্যারিয়ারের ২০ গ্র্যান্ড স্লামের ১৩টিই জিতেছেন কাদামাটির কোর্টে। গত ফ্রেঞ্চ ওপেনেও জোকোভিচকে হারিয়েই শিরোপা জিতেছিলেন নাদাল। ক্লে কোর্টে এর আগে ১০৮ ম্যাচের দুটিতে হেরেছিলেন নাদাল। কাল ম্যাচেও প্রথম সেট জিতে ক্লে কোর্টে নিজের দাপটের ইঙ্গিত দিচ্ছিলেন। তার পরও নাদালকে জিততে দেননি জোকোভিচ। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত জোকোভিচ বলেছেন, ‘নিশ্চিতভাবে রোঁলা গারোঁতে খেলা এটা আমার সেরা ম্যাচ। জীবনের সেরা তিন ম্যাচের একটি এই ম্যাচ । কোর্টে আমার সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছিলাম, যিনি কিনা অনেক দিন ধরে নিজের ক্ষমতায় এই জায়গাটা ধরে রেখেছিলেন। এই কোর্টে রাফার সঙ্গে জিততে হলে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে এবং আমি সেরাটাই খেলেছি।’
ম্যাচের শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন জোকোভিচ। তাই প্রথম সেট হারের পর যেমন পরের সেটেই ম্যাচে ফিরেছেন, তেমনি শেষ সেটে প্রথম দুই গেমে হেরেও শেষ পর্যন্ত সেট জিতে জয় নিশ্চিত করেছেন, ‘শুরুতে আমি খুব একটা ভালো করতে পারিনি, তবে বিশ্বাস ছিল আমি বলটা ঠিকঠাক মারতে মারব এবং আমি সেটাই করছিলাম । এটাই আমাকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। আমার দিক থেকে সার্ভগুলো ভালো হচ্ছিল না এদিন। শেষ সেটে প্রথম দুই গেমে (০-২ ) পিছিয়ে পড়ার পর সার্ভগুলো কাজে দিতে শুরু করে।’
ঢাকা: রাফায়েল নাদালের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটা নোভাক জোকোভিচের জীবনের সেরা তিন ম্যাচের একটা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এই সার্বিয়ান তারকা। লাল দুর্গে নাদালকে যেখানে একবারের বেশি কেউ হারাতে পারেননি, সেখানে একমাত্র জোকোভিচই নাদালকে হারের স্বাদ দিলেন দুবার। ইতিহাস গড়া জয়ে তাই অনুভূতিটা একটু বিশেষ হওয়াই তো স্বাভাবিক!
নাদাল তাঁর ক্যারিয়ারের ২০ গ্র্যান্ড স্লামের ১৩টিই জিতেছেন কাদামাটির কোর্টে। গত ফ্রেঞ্চ ওপেনেও জোকোভিচকে হারিয়েই শিরোপা জিতেছিলেন নাদাল। ক্লে কোর্টে এর আগে ১০৮ ম্যাচের দুটিতে হেরেছিলেন নাদাল। কাল ম্যাচেও প্রথম সেট জিতে ক্লে কোর্টে নিজের দাপটের ইঙ্গিত দিচ্ছিলেন। তার পরও নাদালকে জিততে দেননি জোকোভিচ। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত জোকোভিচ বলেছেন, ‘নিশ্চিতভাবে রোঁলা গারোঁতে খেলা এটা আমার সেরা ম্যাচ। জীবনের সেরা তিন ম্যাচের একটি এই ম্যাচ । কোর্টে আমার সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছিলাম, যিনি কিনা অনেক দিন ধরে নিজের ক্ষমতায় এই জায়গাটা ধরে রেখেছিলেন। এই কোর্টে রাফার সঙ্গে জিততে হলে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে এবং আমি সেরাটাই খেলেছি।’
ম্যাচের শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন জোকোভিচ। তাই প্রথম সেট হারের পর যেমন পরের সেটেই ম্যাচে ফিরেছেন, তেমনি শেষ সেটে প্রথম দুই গেমে হেরেও শেষ পর্যন্ত সেট জিতে জয় নিশ্চিত করেছেন, ‘শুরুতে আমি খুব একটা ভালো করতে পারিনি, তবে বিশ্বাস ছিল আমি বলটা ঠিকঠাক মারতে মারব এবং আমি সেটাই করছিলাম । এটাই আমাকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। আমার দিক থেকে সার্ভগুলো ভালো হচ্ছিল না এদিন। শেষ সেটে প্রথম দুই গেমে (০-২ ) পিছিয়ে পড়ার পর সার্ভগুলো কাজে দিতে শুরু করে।’
শেষ অংশে এসে পৌঁছেছে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে আজ। শেষ ভাগে এসে যোগ দিচ্ছেন বেশ কজন বিদেশি ক্রিকেটার।তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের নুর আহমাদ জাদরান। জেসন হোল্ডারকে নিয়েছে খুলনা টাইগার্স।
২ মিনিট আগেদুর্বার রাজশাহীর অপেশাদার কর্মকাণ্ড নিয়ে সংবাদ তো কম হয়নি। দেশি-বিদেশি সব ক্রিকেটারদের টাকা-পয়সা ঠিক সময়ে পরিশোধ না করা, দফায় দফায় চেক বাউন্সের অভিযোগ উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারী শফিকুর রহমানের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হয়েছে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে।
২৬ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় শেষ দিকে। তবে এরই মধ্যে কদিনের ছুটি মিলে গেছে কাল পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তাসকিন আহমেদ আর সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান তামিমের। চ্যাম্পিয়নস ট্রফির অনুশীলন ক্যাম্প শুরুর আগে দুজনই সময় দিচ্ছেন পরিবারকে।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি ফারুক আহমেদ ভুল বলেননি, এই বিপিএলে অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু পারিশ্রমিক আর ফিক্সিং বিতর্কে টুর্নামেন্টের ইতিবাচক দিকগুলো যেন পেছনেই পড়েছে। শেষ ভালো যার, সব ভালো তার—টুর্নামেন্ট শেষ অংশটা যদি সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি হয়, তাহলে হয়তো বিতর্কও পেছনে পড়বে। আর সেটি হতে চাই জমজমাট এক প্লে
১ ঘণ্টা আগে