‘একটু মারধর করেছি সেটি নিয়ে নাটক শুরু করেছ, নাম বললে কিন্তু খবর আছে’
স্টাম্প, পাইপ ও লাঠি দিয়ে রাতভর পিটিয়ে গুরুতর আহত করে আইসিইউতে পাঠানো জাহিদ হোসেন ওয়াকিল ও সাকিব হোসেনকে এবার আইসিইউতে গিয়ে ছাত্রলীগের কয়েকজন হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের যারা মারধর করেছেন, তাদের নাম না বলতে নিষেধ করে এ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে...