চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিক্ষা কর্মকর্তা এমরান হোসেনের ওপর হামলার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষকেরা। আজ বুধবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা পরিষদের প্রবেশপথে সড়কে বিপুলসংখ্যক শিক্ষক হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেন।
এ সময় শিক্ষকেরা হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষা কর্মকর্তার ওপর হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তাঁরা এ ঘটনার বিচার দাবি করেন।
শিক্ষকেরা বলেন, যেখানে একজন সরকারি কর্মকর্তার নিরাপত্তা নেই, সেখানে আমরা শিক্ষকেরা বর্তমানে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। তাই অবিলম্বে সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে হামলার বিচার করতে হবে।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সোনাইমুড়ী শাখার সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতি সোনাইমুড়ী শাখার সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, প্রদান শিক্ষক মিজানুর রহমান কামাল, মতিউর রহমান ও জাফর ইকবাল।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন।
জানা যায়, সোনাইমুড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা এমরান হোসেন গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায় অসুস্থ মাকে দেখতে রওনা দেন। পথে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে একজন অটোরিকশাচালকের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত আক্রমণ করে। দুর্বৃত্তরা তাঁর মাথায় আঘাত করাসহ কিল, ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে পিঠে ছুরি মারে। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও আক্রমণকারীরা তাঁকে টেনে-হিঁচড়ে তুলে বাজারের অভ্যন্তরে নিয়ে আবারও মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শিক্ষা কর্মকর্তার ভাই বাদী হয়ে মামলা করায় তাঁকে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিক্ষা কর্মকর্তা এমরান হোসেনের ওপর হামলার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষকেরা। আজ বুধবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা পরিষদের প্রবেশপথে সড়কে বিপুলসংখ্যক শিক্ষক হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেন।
এ সময় শিক্ষকেরা হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষা কর্মকর্তার ওপর হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তাঁরা এ ঘটনার বিচার দাবি করেন।
শিক্ষকেরা বলেন, যেখানে একজন সরকারি কর্মকর্তার নিরাপত্তা নেই, সেখানে আমরা শিক্ষকেরা বর্তমানে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। তাই অবিলম্বে সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে হামলার বিচার করতে হবে।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সোনাইমুড়ী শাখার সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতি সোনাইমুড়ী শাখার সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, প্রদান শিক্ষক মিজানুর রহমান কামাল, মতিউর রহমান ও জাফর ইকবাল।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন।
জানা যায়, সোনাইমুড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা এমরান হোসেন গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায় অসুস্থ মাকে দেখতে রওনা দেন। পথে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে একজন অটোরিকশাচালকের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত আক্রমণ করে। দুর্বৃত্তরা তাঁর মাথায় আঘাত করাসহ কিল, ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে পিঠে ছুরি মারে। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও আক্রমণকারীরা তাঁকে টেনে-হিঁচড়ে তুলে বাজারের অভ্যন্তরে নিয়ে আবারও মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শিক্ষা কর্মকর্তার ভাই বাদী হয়ে মামলা করায় তাঁকে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
১ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৩ ঘণ্টা আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
৩ ঘণ্টা আগে