Ajker Patrika

চাঁদপুরে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
মাদকসহ গ্রেপ্তার তিনজন। ছবি: সংগৃহীত
মাদকসহ গ্রেপ্তার তিনজন। ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এ তথ্য জানান।

মানজুরুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে মাদক কারবারি মো. শাহাজাহান গাজী (৫০) ও মো. ইউসুফ জোয়াদ্দারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪১টি ইয়াবা বড়ি, ১২০ গ্রাম গাঁজা, নগদ ৬৪ হাজার ১১০ টাকা, একটি গাঁজা মাপার মেশিন, দুটি কাঁচি এবং তিনটি মোবাইল ফোন।

এদিকে একই রাত দেড়টার দিকে অপর অভিযানে ফরিদগঞ্জ উপজেলার চরচন্না এলাকা থেকে মাদক কারবারি মো. নাজিমকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি ইয়াবা বড়ি।

উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত