Ajker Patrika

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের জন্য বিএনপির দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের জন্য বিএনপির দোয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেছে বিএনপি।

আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নেতা-কর্মীরা এই বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়ে শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন।

গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ ভোরে বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। বুকে কালো ব্যাজ পরেন নেতা-কর্মীরা।

এ ছাড়া সকালে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দলের কার্যালয়ের সামনে দুর্ঘটনায় আহতদের জন্য রক্তদান কর্মসূচি শুরু হয়।

দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিলে বক্তব্যে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সবাই আমরা শোকাহত, কোনো ভাষা নাই। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। মৃত্যু মনে হয় ২৭ ছাড়িয়েছে। যারা বেঁচে থাকবে, তারাও সুস্থ জীবন যাপন করতে পারবে না। যে শিশুরা মরে গেল, তাদের মা-বাবার চোখের জল কী দিয়ে পূরণ করব?

‘আমার প্রশ্ন, একটা প্রশিক্ষণ বিমান, তা-ও ফাইটার বিমানের প্রশিক্ষণ—এমন একটা ঘনবসতিপূর্ণ শহরে হয় কি না। আমরা জানি, এ ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে না, সে রকম জায়গায় হয়। কিন্তু এই প্রশিক্ষণ ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় হলো কেন? বিমানবাহিনীর এ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার এবং এটার জবাব কে দেবে? আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক, সেনাবাহিনীর একটি মহড়া হয়, সেটাও আমরা জানি অনেক দূরাঞ্চলে হয়, জনাকীর্ণ এলাকায় হয় না।

‘আমি আমার কথা বলছি না, জনগণের অনুভূতি, জনগণের প্রশ্নগুলো বলছি। আমার মনে হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা দেখতে চাই, এখানে আপনাদের কোনো ত্রুটি-বিচ্যুতি ছিল কি না। আকাশে উড্ডয়নের আগে বিমানটি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে কি না এবং এই বিমান চলার মতো সক্ষম ছিল কি না? আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার দাবি জানাচ্ছি। আমি কাউকে দোষারোপ করছি না। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনার আর দেখতে না হয়, সে জন্য সতর্ক থাকতে জাতির এসব প্রশ্নের জবাব জানা দরকার।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত