Ajker Patrika

২৫ জুলাই সিলেটে এনসিপির পদযাত্রা

সিলেট প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২১: ২০
সিলেটের এক অভিজাত রেস্তোরাঁয় এনসিপির সিলেট জেলা ও মহানগরের নেতারা সংবাদ সম্মেলন করেন। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
সিলেটের এক অভিজাত রেস্তোরাঁয় এনসিপির সিলেট জেলা ও মহানগরের নেতারা সংবাদ সম্মেলন করেন। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে আসছেন তাঁরা। এদিন বিকেলে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করবেন তাঁরা।

আজ মঙ্গলবার দুপুরে সিলেটের এক অভিজাত রেস্তোরাঁয় এনসিপির সিলেট জেলা ও মহানগরের নেতাদের এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সিলেটে জুলাই পদযাত্রা কর্মসূচি সফল ও বাস্তবায়নে সবার অংশগ্রহণ কামনা করেন তাঁরা।

প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পদযাত্রায় অংশ নেবেন। নগরীর আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজারে পদযাত্রা করে শহীদ মিনারে বক্তব্য দেবেন তাঁরা। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। এনসিপির সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় পথসভায় লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান।

সংবাদ সম্মেলনে এনসিপির সিলেটের নেতারা বলেন, ‘পদযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই সিলেটবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আন্দোলনে নতুন গতি এনে দেবে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই। পুরোনো চিন্তাধারা ভেঙে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মিডিয়ার শক্তিশালী ভূমিকা ও জনসম্পৃক্ততায় ২০২৪ সালের ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে। সেই পথচলার ধারাবাহিকতায় এই পদযাত্রাও ইতিহাস গড়বে।’

নেতারা আরও বলেন, ‘সিলেটের পদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসনকে অবহিত করা হয়েছে। নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। সবাই এগিয়ে আসুন, আমাদের সঙ্গে একাত্ম হন সামনের পথে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে আমাদের পথপ্রদর্শক।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জেলা যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী কামরুল হাসান আরিফ, ফয়সাল আহমদ, আবু সাঈদ, আতাউর রহমান আতা, মোহাম্মদ নুরুল ইসলাম, মহানগর যুগ্ম সমন্বয়কারী, অ্যাড. মোহাম্মদ আবদুর রহমান আফজাল, মোহাম্মদ নুরুল হক, তারেক আহমদ বিলাস, প্রকৌশলী আদনান তায়্যিব, কিবরিয়া সরোয়ার, মুস্তাকিম আহমদ মুস্তাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত