Ajker Patrika

শ্রীবরদীতে দুই ভাইয়ের বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ তুলে এলাকাবাসীর মানববন্ধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 
রাস্তা বন্ধের অভিযোগ তুলে শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
রাস্তা বন্ধের অভিযোগ তুলে শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের শ্রীবরদীতে ৬৫ বছরের একটি পুরোনো রাস্তা প্রভাবশালী দুই ভাই বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে এই মানববন্ধন হয়।

এলাকাবাসী জানায়, খামারপাড়া গ্রামের ছাবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও মঞ্জুরুল ইসলাম কনক তাঁদের বাড়ির পাশ দিয়ে যাওয়া একটি সরকারি রাস্তা প্রভাব খাটিয়ে বন্ধ করে দিয়েছেন। প্রায় পাঁচ মাস ধরে রাস্তাটিতে চলাচল করতে পারছে না গ্রামের সাধারণ মানুষ। এতে স্কুল, কলেজ, মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীরাসহ এলাকাবাসী ভোগান্তিতে পড়েছে। তারা জানায়, রাস্তা বন্ধের ঘটনায় একাধিকবার গ্রাম্য সালিস বৈঠক হয়। এতে রাস্তা ছেড়ে দেওয়ার বিষয়ে রাজি হলেও শেষ পর্যন্ত কথা রাখেননি জাহাঙ্গীর ও মঞ্জুরুল। সালিস বৈঠক না মেনে উল্টো ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা জাফরুল হাসান জনি বলেন, জাহাঙ্গীর ও মঞ্জুরুল প্রভাব খাটিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না দেড় শতাধিক পরিবারের মানুষ। প্রতিবাদ করায় তাঁরা গ্রামবাসীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করেছেন।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ইউপি সদস্য আলমগীর হোসেন, জাফরুল হাসান জনি, ফরহাদুজ্জামান বাবু, জাহাঙ্গীর আলম মিস্টার, মনিরুজ্জামান, বাবুল মিয়া, মোস্তাফিজুর রহমান, নুর হোসেন, আবদুল্লাহ, এমদাদুল হক, সাবিনা ইয়াসমিন, স্বর্ণা বেগম, শিক্ষার্থী তাসনিয়া জাহান বিভা, ফারিয়া সরকার, জান্নাতুল মাওয়া, ওমর সানী প্রমুখ।

অভিযোগের ব্যাপারে জাহাঙ্গীর আলম ও মঞ্জুরুল ইসলাম কনকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন, রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। রাস্তার কাজ করতে গেলে একটি পক্ষ বাধা দেয়। এতে গ্রামবাসী ভোগান্তিতে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, ‘রাস্তা বন্ধের বিষয়ে আমাকে কেউ অবহিত করেননি। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত