Ajker Patrika

প্রেমিকাকে হত্যার দায়ে সাবেক প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২১: ৫৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজীপুরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করে ইটভাটায় পুঁতে রাখার দায়ে সাবেক প্রেমিক রোকনুজ্জামান রোকনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া মামলার অপর আসামি মালেকা খাতুন, মাসুদ, ফারুক হোসেন ও নুর মোহাম্মদকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি তানিয়া খাতুন ও চামেলি খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এই কারাদণ্ডের আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রোকনুজ্জামান রোকন বগুড়া জেলার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি এলাকার জেল হোসেনের ছেলে।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের খাস খুকশিয়া গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে রিনা ইসলাম হাফিজার বিয়ে হয়। বিয়ের আগে হাফিজার সঙ্গে দণ্ডপ্রাপ্ত রোকনুজ্জামান রোকনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা উভয়ে বিয়ে করার জন্য বাড়ি থেকে একবার পালিয়ে গিয়েছিলেন। বিয়ের পর হাফিজা ও রোকনের মধ্যে পুনরায় সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক তৈরিতে আসামি মালেকা খাতুন, মাসুদ, ফারুক হোসেন ও নুর মোহাম্মদ সহায়তা করেছেন।

২০১৪ সালের ২২ আগস্ট হাফিজা বগুড়া জেলার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ক্রয় করা জমি দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় হাফিজার স্বামী কাজীপুর থানায় অভিযোগ করেন। পরদিন ২৩ আগস্ট গান্দাইল ইউনিয়নের মজনু চেয়ারম্যানের ভাটার মধ্যে থেকে হাফিজার লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত শেষে পুলিশ রোকনুজ্জামান রোকন, মালেকা খাতুন, মো. মাসুদ, ফারুক হোসেন, নুর মোহাম্মদ, তানিয়া খাতুন ও চামেলী খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত